Kangana Ranaut

এক বছরেই রাজনীতির প্রতি বিমুখ! কঙ্গনা বলেন, ‘এত ত্যাগ করতে পারব না, আমি বাড়ি-গাড়ি চাই’

বিভিন্ন বিষয় নিয়ে সমাজমাধ্যমে প্রকাশ্যে মতামত রাখেন কঙ্গনা। তাঁর মন্তব্য নিয়ে নাকি বিজেপি দলের অন্দরেও সমস্যা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৩:২৭
Share:

রাজনীতি থেকে মন উঠে গিয়েছে কঙ্গনা রনৌতের। ছবি: সংগৃহীত।

রাজনীতিতে আর মন নেই কঙ্গনা রনৌতের? গত বছর বিপুল ভোটে জয়ী হয়ে হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী। বছর ঘুরতেই রাজনীতি নিয়ে উপলব্ধি বদলে গিয়েছেন কঙ্গনার! সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement

বিভিন্ন বিষয় নিয়ে সমাজমাধ্যমে প্রকাশ্যে মতামত রাখেন কঙ্গনা। তাঁর সে সব মন্তব্য নিয়ে না কি বিজেপি-র অন্দরেও সমস্যা শুরু হয়েছে। সম্প্রতি একটি ঘটনায় নিজের মত প্রকাশ করার পরেই দলের সভাপতি জেপি নাড্ডার ফোন পেয়েছিলেন কঙ্গনা। বাধ্য হয়ে তিনি বলেন, “আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি।”

পর্দায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। বাস্তবেও কি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে অভিনেত্রীর? তাঁর স্পষ্ট জবাব, “আমার মনে হয় না, প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে নিষ্ঠা ও ইচ্ছের প্রয়োজন, তা-ও আমার নেই। আর সমাজকর্ম নিয়ে কখনওই কোনও অভিজ্ঞতা ছিল না।”

Advertisement

বিলাসিতা পছন্দ কঙ্গনা। স্পষ্ট স্বীকার করেন নিজেই। অভিনেত্রী বলেন, “আমি স্বার্থপরের মতো জীবনযাপন করেছি। আমি চাই, আমার বড় বাড়ি হোক, বড় গাড়ি হোক, প্রচুর হিরে থাকুক আমার কাছে, আমাকে দেখতে সুন্দর লাগুক। আমি এমন জীবনযাপন করেছি। জানি না, ঈশ্বর কেন আমাকে রাজনীতির জন্য বেছে নিয়েছেন। কিন্তু আমি এত বড় ত্যাগ করতে চাই না।”

রাজনীতি নিয়ে কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন কঙ্গনা রনৌত। রাজনীতির জগতে উন্নতি করার মতো গুণাবলী তাঁর মধ্যে নেই বলেই মনে করেন অভিনেত্রী। তাই রাজনীতিতে এর থেকে বেশি উন্নতি করার কোনও পরিকল্পনা নেই তাঁর। প্রার্থনা করেন, ঈশ্বর যেন তাঁকে কখনও প্রধানমন্ত্রী না করে তোলেন।

উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। এই ছবিতে একাধারে তিনি অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement