Maharashtra Navnirman Sena

‘আমার বাবা থানাটা কিনে নেবে’, অর্ধনগ্ন হয়ে পুলিশের টেবিলে পা তুলে হুমকি! কী হল রাখির বন্ধুর?

রাহিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তার পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে নাকি পুলিশকেও হুমকি দেন নেতা-পুত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১১:৫১
Share:

নবনির্বাণ সেনার নেতার ছবি: সংগৃহীত।

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা জাভেদ শেখের পুত্র রাহিলের, অভিযোগ এমনই। এমনকি তার পর অর্ধনগ্ন অবস্থায় গালিগালাজও করেছেন তিনি এক মহিলাকে। অভিযোগকারিণী রাখি সওয়ান্তের প্রাক্তন বন্ধু তথা নেটপ্রভাবী রাজশ্রী মোর। এ বার পুলিশকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাহিলের বিরুদ্ধে।

Advertisement

রাজশ্রী জানান, রবিবার রাতে আন্ধেরি এলাকায় তাঁর গাড়িতে এসে ধাক্কা দেয় রাহিলের গা়ড়ি। রাহিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে নাকি পুলিশকেও হুমকি দেন তিনি। রাজশ্রী বলেছেন, “থানায় গিয়ে পুলিশের টেবিলে পা তুলে বসে ও (রাহিল)। তার পর বলতে থাকে, ‘আমার বাবা আসবে আর গোটা থানা কিনে নেবে।’ থানায় বসে এই সব বলছিল।”

ঘটনার পরে থানায় পৌঁছোন রাহিলের বাবা ও মা। সেখানে গিয়েই রাজশ্রীকে অভিযোগ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করতে থাকেন তাঁরা। নেটপ্রভাবী বলেন, “ওর মা আমাকে বললেন, রাহিল নাকি খুব ভাল মানুষ এবং ও খুব বিনয়ী। দিনের বেলা ওর আচরণ সম্পূর্ণ অন্য রকম থাকে। আমাকে অভিযোগ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন। অভিযোগ ফিরিয়ে না নিলে নাকি রাহিলের জীবন নষ্ট হয়ে যাবে। আর মদ্যপ হয়ে গাড়ি চালিয়ে সে রাতে যে তিনজনকে প্রায় মেরেই ফেলছিল, তাঁদের জীবনের দাম নেই?”

Advertisement

রবিবার রাতের ঘটনার একটি ভিডিয়োও তিনি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন রাজশ্রী। সেখানে দেখা গিয়েছিল গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন রাহিল, তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। গাড়ি থেকে মত্ত অবস্থায় শরীরের অর্ধেকটা বার করে গালাগাল করতেও দেখা গিয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement