Ankita Lokhande

পরিবার থেকে সন্তানধারণের চাপ! বিয়ের ৩ বছর পরে মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে?

‘বিগবস্‌’-এর ঘর থেকেই সন্তান নিয়ে স্বামী ভিকি জৈনের সঙ্গে পরিকল্পনা শুরু করেছিলেন। এমনকি, সন্তান-পরিকল্পনা নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল দম্পতির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৭:৪৬
Share:

অঙ্কিতা ও ভিকি জানালেন তাঁদের সন্তান-পরিকল্পনার কথা। ছবি: সংগৃহীত।

মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে? উত্তর দিলেন অভিনেত্রী। ‘বিগবস্‌’-এর ঘর থেকেই সন্তান নিয়ে স্বামী ভিকি জৈনের সঙ্গে পরিকল্পনা শুরু করেছিলেন। এমনকি, সন্তান-পরিকল্পনা নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল দম্পতির। অবশেষে কিছু দিন আগে ‘লাফটার শেফ’ অনুষ্ঠানে এসে অঙ্কিতা জানান, তিনি অন্তঃসত্ত্বা। তবে তিনি মজা করে এই মন্তব্য করেছেন, না কি সত্যিই মা হতে চলেছেন, তা নিয়ে ধন্দে পড়ে যান তাঁর অনুরাগীরা। সেই প্রশ্নেরও উত্তর দিলেন অঙ্কিতা।

Advertisement

নিজেদের একটি ভ্লগে অঙ্কিতা জানিয়েছেন, এখনও তাঁর ও ভিকির মধ্যে কথাবার্তা চলছে সন্তানের বিষয়ে। সেই ভ্লগে ভিকি বলেন, “বহু দিন ধরেই এই খবর ছড়িয়েছে। কবে সন্তান আসছে? এটাই তো প্রশ্ন হওয়া উচিত।” তবে শুধু নেটাগরিকদের মধ্যেই নয়, পরিবারের লোকজনও আশায় রয়েছেন, কবে আসবে অঙ্কিতা ও ভিকির কোলে সন্তান। তাই ভিকি বলেছেন, “পুরো পরিবার এই বিষয়টা নিয়ে পড়ে আছে। তবে কথাবার্তা চলছে।” সঙ্গে সঙ্গে অঙ্কিতা বলেন, “কথাবার্তা চলছে। আমি এই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি।”

অর্থাৎ, সেই দিন মজার ছলেই অঙ্কিতা বলেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা। তবে তাঁদের কোলে যে শীঘ্রই সন্তান আসবে, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

Advertisement

২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ীকে বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে। তার পর থেকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যায় অঙ্কিতার স্বামী ভিকি জৈনকেও। ‘বিগবস ১৬’-তে স্বামীকে নিয়েই হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে তাঁদের রসায়ন নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল বিস্তর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement