Ranveer Singh

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ প্রেম, রোষানলে রণবীর! কে এই সারা অর্জুন?

প্রথম ঝলকেই প্রশংসা পেয়েছে তাঁর অভিনয় ও সাজ। পাশাপাশি মাত্র ২০ বছরের অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় রোষানলে পড়েছেন রণবীর সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৫:২৯
Share:

সারা অর্জুনের সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

৩১ বছরের ছোট অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছিলেন সলমন খান। কিছু দিন আগেই ‘সিতারে জ়মিন পর’ ছবিতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খান। এ বার সেই দলে নাম যোগ হল রণবীর সিংহের। ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেমে মাতবেন তিনি!

Advertisement

জন্মদিনে রণবীর প্রকাশ্যে এনেছেন তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। প্রথম ঝলকেই প্রশংসা পেয়েছেন অভিনয় ও সাজের জন্য। কিন্তু তার পাশাপাশি ২০ বছর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় রোষানলে পড়েছেন রণবীর।

রবিবার ৪০-এ পা রাখলেন রণবীর। এ দিকে তাঁর নতুন ছবির নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ২০ বছর। এই জুটি দেখেই নিন্দকেরা বলছেন, “রণবীরও এ বার হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন!” কিন্তু কে এই সারা অর্জুন? দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসাবে জনপ্রিয় ছিলেন। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

Advertisement

ছবিতে অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনীচিত্রে দেখা গিয়েছে সারা অর্জুনকে। ২০১১ সালে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু। মাত্র ছ’বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি ছবি ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী। ২০১৩ সালে ‘এক থি ডায়েন’ ছবিতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এর পরে সলমনের ‘জয় হো’ ছবিতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বর্যা রাইয়ের কিশোরীবেলার অভিনয় করেছিলেন সারা।

এ বার ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তাঁর চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ তা এখনও জানা যায়নি। ছবিটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement