Aamir Khan

সদ্যোজাতকে আগলে রেখেছেন কোলে! হায়দরাবাদে গিয়ে কোন শিশুকন্যার নামকরণ করলেন আমির?

একরত্তির নামকরণ করে চর্চায় উঠে এলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। মুম্বই থেকে হায়দরাবাদ উড়ে গিয়ে সেই শিশুকন্যার নাম রাখলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৩:২১
Share:

সদ্যোজাতের নামকরণ করলেন আমির। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সিতারে জ়মিন পর’। প্রশংসা পাচ্ছে সেই ছবি। তবে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনের জন্যও বার বার চর্চায় উঠে আসেন তিনি। কয়েক মাস আগে নিজের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। বিতর্কও তৈরি হয় সেই ঘটনাকে কেন্দ্র করে। এ বার এক শিশুকন্যার নামকরণ করে চর্চায় উঠে এলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'। মুম্বই থেকে হায়দরাবাদ উড়ে গিয়ে সেই শিশুকন্যার নাম রাখলেন তিনি।

Advertisement

কে এই শিশুকন্যা? তামিল অভিনেতা বিষ্ণু বিশাল ও ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার সন্তান। গত ২২ এপ্রিল তারকাদম্পতির কোলে এই শিশুর আগমন হয়েছে। আমির সেই শিশুর নাম রেখেছেন মীরা। নামকরণের উৎসবে হায়দরাবাদ পৌঁছে গিয়েছিলেন বলিউড তারকা।

জ্বালা ও বিষ্ণু, দু’জনেই সমাজমাধ্যমে সেই নামকরণের মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। সেখানে দেখা যাচ্ছে আমিরের কোলে সেই সদ্যোজাত। আবার কোথাও দেখা যাচ্ছে বলি তারকার কাঁধের উপর বসে রয়েছে সে। স্নেহের পরশে তাকে আগলে রেখেছেন আমিরও। ছবির সঙ্গে জ্বালা লিখেছেন, “আমাদের মীরা। এর চেয়ে বেশি কিছু আর চাইতে পারিনি। আমির, তোমাকে ছাড়া এই সফর পূর্ণ হত না। আমরা তোমাকে খুব ভালবাসি। এত সুন্দর একটা নামের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।”

Advertisement

২০২১ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন বিষ্ণু ও জ্বালা। তার চার বছর পরে তাঁদের কোলে এসেছে সন্তান— মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement