Rashmika Mandanna

ছুটির দিনগুলোয় এক প্রিয়জনের কথা মনে পড়ে! কান্নায় ভেঙে পড়েন রশ্মিকা?

সাফল্য পেয়েও ছুটির দিনগুলো কেঁদেই কাটিয়ে দেন রশ্মিকা! নানা রকমের অপ্রাপ্তি থেকে তৈরি হওয়া বিষণ্ণতা জাঁকিয়ে বসে। বিশেষ করে এই দিনগুলোয় তাঁর মনে পড়ে এক প্রিয়জনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১১:০৭
Share:

ছুটির দিনে রশ্মিকার কার কথা মনে পড়ে? ছবি: সংগৃহীত।

ছুটির দিনগুলোয় কান্নায় ভেঙে পড়েন রশ্মিকা মন্দানা। গত দু’বছরে তাঁর প্রতিটি ছবিই প্রায় সফল। তার মধ্যে ‘পুষ্পা’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিম্যাল’ ও ‘ছাওয়া’ বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। তবে এত সাফল্য পেয়েও ছুটির দিনগুলো কেঁদেই কাটিয়ে দেন রশ্মিকা! নানা রকমের অপ্রাপ্তি থেকে তৈরি হওয়া বিষণ্ণতা জাঁকিয়ে বসে। বিশেষত এই দিনগুলোয় তাঁর মনে পড়ে ১৬ বছরের ছোট বোনকে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন, ছোট বোন যে কখন বড় হয়ে গেল, তা বুঝেই উঠতে পারলেন না। সেই সঙ্গে তিনি জানান, সাফল্য ও খ্যাতি জীবনে ভরে গিয়েছে ঠিকই, কিন্তু পুরনো বন্ধুরা তাঁকে আর মনে রাখেনি। রশ্মিকা বলেন, “ছুটির দিনগুলোয় আমি খুব কাঁদি। আমার এক বোন রয়েছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। ওর বয়স এখন ১৩ বছর। উচ্চতায় প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। কিন্তু গত আট বছরে, আমি কাজ শুরু করার পরে ওর বড় হয়ে ওঠার সফরটাই দেখতে পাইনি।”

অভিনেত্রী হিসাবে ব্যস্ততায় ভরা জীবন। তাই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছেন তিনি। রশ্মিকা বলেন, “গত দেড় বছরে এক বারও আমি বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি। আগে কোনও পরিকল্পনা করলে, বন্ধুরা অন্তত আমাকে জানাত। কিন্তু এখন ওরা সেটাও করে না। এই বাস্তব সত্যিই দুঃখের।”

Advertisement

কর্মজীবনে এগিয়ে যেতে গেলে ব্যক্তিগত জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। আবার ব্যক্তিগত জীবনে মন দিতে গেলে, কর্মজীবনে কিছু ত্যাগ করতে হবে। রশ্মিকাকে তাঁর মা প্রায়ই এই কথাটা মনে করিয়ে দেন। কিন্তু অভিনেত্রী চান, দুই দিকেই সমান মনযোগ দিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement