কেমন আছে শেফালীর পোষ্য সন্তান সিম্বা? ছবি: সংগৃহীত।
শেফালী জরীওয়ালার মৃত্যুর পর থেকে চর্চায় উঠে আসে তাঁর পোষ্য সন্তান সিম্বাও। শেফালীর মৃত্যুর ঠিক পরের দিন, অর্থাৎ ২৮ জুন সিম্বাকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন পরাগ ত্যাগী। তার পরে কটাক্ষ ধেয়ে এসেছিল তাঁর দিকে। যদিও পোষ্যপ্রেমীরা পরিস্থিতি বুঝে পরাগকে সমর্থন করেছিলেন। এর কিছু দিনের মধ্যেই খবর রটে যায়, শেফালীর মৃত্যুশোকে অসুস্থ সেই পোষ্য সারমেয় সিম্বা। এমনকি সিম্বা বেঁচে আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। অবশেষে মুখ খুললেন পরাগ নিজেই।
সিম্বা কেমন আছে? সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে সেই উত্তর দিয়েছেন পরাগ। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় এক বৃদ্ধার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন পরাগ। তাঁর সঙ্গে রয়েছে সিম্বাও। সেই বৃদ্ধা দু’হাত ভরে পরাগ ও সিম্বাকে আশীর্বাদ করছেন। এই ভিডিয়োর সঙ্গেই পরাগ জানিয়েছেন, শেফালীর পারলৌকিক যাবতীয় রীতি পালনে শামিল হয়েছে সিম্বাও।
পরাগ লিখেছেন, “সিম্বা সুস্থ ও সবল রয়েছে। মায়ের জন্য ছেলের যা যা রীতি পালন করার কথা, তার সবটাই সিম্বা করছে। আমাদের সন্তানের জন্য যাঁরা চিন্তিত ছিলেন, তাঁদের জন্য এই ভিডিয়ো। তার কারণ, কিছু হৃদয়হীন মানুষ আমাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে ভুল খবর ছড়িয়ে বেড়াচ্ছে নেটমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার জন্য।”
সিম্বাকে নিয়ে গুজব রটার পরে পোষ্যপ্রেমীরা শঙ্কিত হয়ে পড়েছিলেন। সাধারণত প্রিয়জনকে হারালে পোষ্যদের মনেও প্রভাব পড়ে। কিন্তু তারা তা প্রকাশ করতে পারে না। সেই পরিস্থিতিতে তারা অসুস্থও হয়ে পড়ে অনেক সময়। তাই পোষ্যপ্রেমীরা সিম্বার জন্য প্রার্থনা করছিলেন। অবশেষে তাঁদের স্বস্তি দিলেন শেফালীর স্বামী।