রামের ভূমিকায় কত পারিশ্রমিক পাচ্ছেন রণবীর কপূর? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। এই খবর প্রকাশ্যে আসতেই খুশি তাঁর অনুরাগীরা। তবে পাশাপাশি, নানা কটাক্ষও ধেয়ে আসে অভিনেতার দিকে। ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে ‘অনৈতিক’ একটি চরিত্রে অভিনয় করে কী ভাবে রামের চরিত্রে অভিনয় করতে পারেন? গোমাংস খেয়ে রামের চরিত্রে অভিনয় করছেন কী ভাবে? এমন একাধিক প্রশ্ন উঠতে থাকে রণবীরকে কেন্দ্র করে। কিন্তু সে সবে কান দিচ্ছেন না অভিনেতা। শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
দু’টি ভাগে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। ছবির মোট বাজেট ১৬০০ কোটি টাকা। বোঝাই যায়, বিশাল এক অঙ্কের পরিকল্পনা। এই বড় বাজেটের ছবিতে বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন রণবীরও। ছবিতে তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। প্রতি ভাগের জন্য ৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রণবীর। অর্থাৎ তাঁর মোট পারিশ্রমিক ১৫০ কোটি টাকা।
ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। তিনি দু’টি ভাগের জন্য মোট ১২ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। নমিত মলহোত্র পরিচালিত ‘রামায়ণ’-র প্রথম অংশের জন্য খরচ হচ্ছে মোট ৯০০ কোটি টাকা। দ্বিতীয় অংশের জন্য ৭০০ কোটি টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, রণবীরকে শেষ দেখা গিয়েছে সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে। সিংহের কেশরের মতো চুল। চোখের দৃষ্টিতে স্পষ্ট প্রতিশোধস্পৃহা। রক্তাক্ত মুখ। এই বেশে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতার নির্দ্বিধায় হত্যালীলা চালানোর দৃশ্য দেখেও প্রেক্ষাগৃহ ভরেছিল করতালিতে। এমন চরিত্রের জন্য ‘নারীবিদ্বেষী’ তকমাও পেয়েছেন তিনি। আবার ২০১১ সালের এক সক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি গোমাংসের ভক্ত। সেই বিতর্কও আজও পিছু ছাড়েনি তাঁর। তাই রাম হিসাবে তিনি নিজেকে কতটা প্রমাণ করতে পারেন, তা দেখার অপেক্ষায় রণবীরের অনুরাগীরা।