৭৭তম স্বাধীনতা দিবসে সুখবর দিলেন অক্ষয়, অবশেষে পেলেন ভারতীয় নাগরিকত্ব

কানাডা থেকে সাম্মানিক নাগরিকত্ব পেয়েছিলেন অক্ষয় কুমার। ফিরিয়ে দিলেন বিদেশি নাগরিকত্ব। স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন নায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৩ ১৩:৩৫
Share:

অক্ষয় কুমার। —ফাইল চিত্র।

৭৭তম স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন অভিনেতা অক্ষয় কুমার। এ দিন টুইটে সুখবরটি ভাগ করে নিলেন অভিনেতা। অক্ষয়-সহ একাধিক তারকার বিদেশি নাগরিকত্ব আছে। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ-সহ আরও অনেকেই। অক্ষয়কে কানাডা থেকে দেওয়া হয়েছিল ‘সাম্মানিক নাগরিকত্ব’। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী এক জন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। সে ক্ষেত্রে শোনা যায়, অনেক অভিনেতাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। কিন্তু স্বাধীনতা দিবসে কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন নায়ক।

Advertisement

অক্ষয় টুইটে লেখেন, “মন এবং নাগরিকত্ব— দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।” সেই ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেতা। ২০১৯ সালে অভিনেতা জনসমক্ষে কথা দিয়েছিলেন যে খুব শীঘ্রই তিনি বিদেশি নাগরিকত্ব বর্জন করে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তিনি আবেদন করেওছিলেন। কিন্তু তার পর করোনা পরিস্থিতি তৈরি হয়। গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ফলে তাঁর নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যায়। অবশেষে চার বছর পর পেলেন ভারতীয় নাগরিকত্ব। খুবই খুশি অক্ষয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি ‘ওএমজি ২’। যে ছবিকে কেন্দ্র করে মুক্তির আগে বিস্তর বিতর্কও হয়েছিল। যদিও সিনেমা প্রেক্ষাগৃহে আসার পর দর্শকের প্রতিক্রিয়া অনেকটাই ইতিবাচক। এই একই দিনে মুক্তি পেয়েছে ‘গদর ২’। হিসাব অনুযায়ী সানি দেওলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে অক্ষয়ের। অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। এ ছাড়াও সেপ্টেম্বরের ১ তারিখ মুক্তি পাওয়ার কথা অক্ষয়ের আরও একটি ছবি। ২০২৪ সালে টাইগার শ্রফের সঙ্গে দেখা যাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে। শোনা যাচ্ছে ‘হেরা ফেরি ৩’-তেও দেখা যেতে পারে অক্ষয়কে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement