Amitabh Bachchan's New Property

অযোধ্যায় আকাশছোঁয়া দামে ফের জমি কিনলেন অমিতাভ! রামভূমে কেন সম্পত্তির পরিমাণ বাড়াচ্ছেন?

জানা গিয়েছে, ২৫ হাজার বর্গফুটের এই জমি রাম জন্মভূমি মন্দিরের খুব কাছেই। পাশেই রয়েছে ‘সরযূ’ নামে আরও একটি বিলাসবহুল আবাসন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১০:২৬
Share:

৮২ বছর বয়সে এসে একের পর এক সম্পত্তিতে বিনিয়োগ করে চলেছেন অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

রামমন্দির হওয়ার পর থেকে অযোধ্যা হয়ে উঠেছে তাঁর অন্যতম পছন্দের স্থান। তাই আরও এক বার অযোধ্যায় একটি জমি কিনলেন অমিতাভ বচ্চন। এই নিয়ে তিনি চতুর্থ বার অযোধ্যায় জমি কিনলেন। জানা যাচ্ছে, এই জমি আকারেও বিরাট। গত এক বছর ধরে জমি, বাড়ির উপর বিনিয়োগ করছেন বিগ বি। এ বারও বড় অঙ্কের জমি কিনলেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, ২৫ হাজার বর্গফুটের এই জমিটি রামমন্দিরের খুব কাছেই। পাশেই রয়েছে ‘সরযূ’ নামে আরও একটি বিলাসবহুল আবাসন। সেখানেও অভিনেতা বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি টাকা। রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের ঠিক আগে অর্থাৎ ২০২৪-এর ২২ জানুয়ারির ঠিক আগে ৫.৫৪ কোটি টাকা দিয়ে ৫৩৭২ বর্গফুটের একটি জমি কিনেছিলেন তিনি। এই বার যে জমিটি কিনলেন তার জন্য ৪০ কোটি টাকা খরচ করেছেন।

তবে এখানেই শেষ নয়। অভিনেতার বাবা অর্থাৎ হরিবংশ রাই বচ্চনের ট্রাস্ট-এর নামেও রয়েছে ৫৪ হাজার বর্গফুটের একটি জমি। মনে করা হচ্ছে, এই জমিতে নিজের বাবার স্মতিসৌধ তৈরি করতে পারেন বিগ বি। অন্য দিকে আগে কেনা জমিতে তৈরি হতে পারে বচ্চন পরিবারের কোনও বাংলো।

Advertisement

গত বছর ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে দর্শক অমিতাভকে দেখেছেন। এর পরে তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন। তাই অনুরাগীদের প্রশ্ন, এ বার কি অযোধ্যাতেই পাকাপাকি ভাবে থাকার পরিকল্পনা করছেন অমিতাভ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement