Arjun Kapoor-Malaika Arora

‘আমার তো কবেই কথা বন্ধ হয়ে গিয়েছে’, বিচ্ছেদের পরে প্রথম দেখায় মালাইকাকে বললেন অর্জুন

এক অনুষ্ঠানে গিয়ে জোর গলায় অর্জুন বলেছিলেন, তিনি এখন ‘সিঙ্গল’। তবে তার পরেও মালাইকার নাম জুড়ে রয়েছে তাঁর সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১২
Share:

মালাইকা-অর্জুন ফের মুখোমুখি। ছবি: সংগৃহীত।

বিচ্ছেদ হয়েছে গত বছর। কিন্তু এখনও চর্চায় মালাইকা অরোরা ও অর্জুন কপূরের সম্পর্ক। বলিউডে এক সময় ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত ছিলেন মালাইকা ও অর্জুন। যদিও প্রথম দিকে সম্পর্ক আড়ালেই রেখেছিলেন তাঁরা। পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই তাঁদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। আবার বয়সের ব্যবধানের জন্য তাঁদের দিকে কটাক্ষও ধেয়ে এসেছিল। তবে সে সবে পাত্তা দেননি অর্জুন বা মালাইকা কেউই। কিন্তু টানা পাঁচ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যায় ২০২৪ সালে। মন ভাঙে তাঁদের জুটির অনুরাগীদেরও। মালাইকা সম্পর্ক নিয়ে সেই ভাবে মুখ খোলেননি। কিন্তু এক অনুষ্ঠানে গিয়ে জোর গলায় অর্জুন বলেছিলেন, তিনি এখন ‘সিঙ্গল’। তবে তার পরেও মালাইকার নাম জুড়ে রয়েছে তাঁর সঙ্গে।

Advertisement

‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অর্জুন। ছবিতে অর্জুনের বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর ও রকুল প্রীত সিংহ। এই ছবির প্রচারেই ভূমিকে নিয়ে অর্জুন পৌঁছে যান নাচের এক রিয়্যালিটি শোয়ে। সেই অনুষ্ঠানে বিচারকের আসনে সাধারণত থাকেন মালাইকা। সে দিনও ছিলেন। তাই ফের প্রাক্তন জুটি মুখোমুখি হন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের একটি ঝলক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মালাইকাকে তাঁর অতি পরিচিত গান ‘মুন্নি বদনাম’ ও ‘ছইয়াঁ ছইয়াঁ’-র সঙ্গে নাচার জন্য ডেকে আনা হয়।

মঞ্চে নৃত্যরত মালাইকার শরীরী হিল্লোল দেখে করতালিতে ভরিয়ে দেন অর্জুন। মালাইকার নাচ দেখে প্রতিক্রিয়াও দেন অভিনেতা। তিনি বলেন, “আমার বহু বছর ধরেই কথা বন্ধ হয়ে গিয়েছে। তাই এখনও আমি চুপই থাকতে চাই।” তার পরেই যদিও অর্জুন বলেন, “কিন্তু একটা কথা বলতে চাই। আমি আমার প্রিয় গানগুলো শুনতে পেয়েছি। বোঝাই যায়, কী সুন্দর গানগুলোয় ও অসাধারণ নেচেছে। মালাইকা তোমাকে অভিনন্দন।”

Advertisement

বিচ্ছেদের পরে এই প্রথম মালাইকা ও অর্জুন প্রকাশ্যে কথা বললেন। এর আগে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েছিলেন অর্জুন। তবে তা ছাড়া তাঁদের কথা বলতে দেখা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement