Arjun Kapoor

‘স্ত্রীর ব্যাপারে কথা বলব ঠিক সময়ে’, মালাইকার সঙ্গে বিচ্ছেদের বছর ঘোরার আগেই অর্জুনের বিয়ে?

বছর ঘোরার আগেই চর্চায় অভিনেতার বিয়ের পরিকল্পনা। শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩১
Share:

মালাইকার সঙ্গে বিচ্ছেদের বছর ঘোরার আগেই অর্জুনের বিয়ে! ছবি: সংগৃহীত।

বলিউডে ফের বিয়ের সানাই! গত বছরই মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কপূর। বছর ঘোরার আগেই চর্চায় অভিনেতার বিয়ের পরিকল্পনা। শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি? সম্প্রতি এক আলোচনাসভায় সে সব নিয়ে আলোচনা করলেন অর্জুন।

Advertisement

অর্জুনের পরবর্তী ছবি ‘মেরে বিবি কি হাজ়ব্যান্ড’ ছবির ঝলক মুক্তি পেয়েছে সম্প্রতি। ছবি সংক্রান্ত এক আলোচনাসভায় নানা প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা। বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি বলেন, “এমন কিছু হলে, আপনাদের সকলকে নিশ্চয়ই জানাব। আজ তো ছবিটা নিয়ে আলোচনা করি। আজ ছবির ঝলকটাই উপভোগ করি বরং। ছবিটা নিয়ে সত্যিই আমি কথা বলতে চাই। আমার ব্যক্তিগত জীবন নিয়ে বোধ হয় আমি বহু কথা বলেছি। যখনই স্বচ্ছন্দ বোধ করেছি, আপনাদেরও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দিয়েছি।”

গত বছর মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরে নিজেই এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি এই মুহূর্তে ‘সিঙ্গল’। কিন্তু এখনও কি তিনি একাকী? এই প্রসঙ্গে অর্জুন বলেন, “সঠিক সময় এলে, আমি নির্দ্বিধায় বলব। আপনারা সকলেই আমাকে মানুষ হিসাবে চেনেন। আপাতত আমাকে এই ছবিটা নিয়ে কথা বলতে দিন। আমার স্ত্রীকে নিয়ে কথা বলার সঠিক সময় হলে, আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব।”

Advertisement

‘মেরে বিবি কি হাজ়ব্যান্ড’ ছবির ঝলক মুক্তি পেয়েছে ১ ফেব্রুয়ারি। ছবিতে অর্জুনের সঙ্গে দেখা যাবে রকুল প্রীত ও ভূমি পেডনেকরকে। এর আগে অর্জুনকে দেখা গিয়েছে ‘সিংহম আগেন’ ছবিতে। খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। বহু দিন পরে অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement