Kartik Aaryan fees

ছবি পিছু পারিশ্রমিক ৫০ কোটি! মন্তব্য শুনে পাল্টা কাদের কটাক্ষ করলেন কার্তিক?

এই মুহূর্তে অনুরাগ বসুর সঙ্গে তাঁর নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত কার্তিক। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ‘পুষ্পা ২: দ্য রুল’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৯:২৪
Share:

অভিনেতা কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে তিনি বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন। তাই তাকে ঘিরে নানা গুঞ্জন। গত বছরেই কর্ণ জোহরের প্রযোজনা সংস্থার সঙ্গে নতুন ছবির (‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’) জন্য গাঁটছড়া বাঁধার ঘোষণা করেছিলেন কার্তিক। তার পর থেকেই নানা মহলে শুরু হয়েছে আলোচনা, সে ছবির জন্য নাকি ৫০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন কার্তিক।

Advertisement

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে তাঁর পারিশ্রমিক প্রসঙ্গে কার্তিককে প্রশ্ন করা হয়। তিনি কি কর্ণের থেকে সত্যিই ৫০ কোটি টাকার পারিশ্রমিক চেয়েছেন? কার্তিক বলেন, ‘‘আমি কি ইন্ডাস্ট্রির একমাত্র অভিনেতা যিনি এই পারিশ্রমিক পাচ্ছেন! সমস্যা হল, অন্যদের নিয়ে আর কেউ কথা বলেন না।’’

তবে কার্তিকের জানিয়েছেন, এই ধরনের গুঞ্জনে কোনও জনসংযোগ আধিকারিকদের সস্তা প্রচারের যোগ নেই। অভিনেতা বলেন, ‘‘ইন্ডাস্ট্রিতে আমার কোনও আত্মীয় বা ভালবাসার মানুষ নেই, যাঁরা আমার নামে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবেন। এই ধরনের খবর অন্য কোথাও থেকে ছড়িয়ে দেওয়া হয়।’’ এই ধরনের কোনও গুঞ্জনকে তিনি যে পাত্তা দিতে নারাজ, নিজের বক্তব্যে সে কথাও স্পষ্ট করেছেন ‘ভুলভুলাইয়া ৩’ খ্যাত অভিনেতা। তিনি বলেন, ‘‘এই ধরনের বিষয়গুলো নিয়ে যত বিরক্ত হব, ততই এই ধরনের খবর বেশি করে ছড়িয়ে দেওয়া হবে।’’

Advertisement

এই মুহূর্তে অনুরাগ বসুর সঙ্গে তাঁর নতুন ছবিটির শুটিংয়ে ব্যস্ত কার্তিক। এর পর তিনি কর্ণ প্রযোজিত ছবিটির প্রস্তুতি শুরু করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement