Mohit Baghel

প্রয়াত অভিনেতা মোহিত বাঘেল, বয়স হয়েছিল মাত্র ২৬

তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিণীতি চোপড়াও। মোহিতের সঙ্গে ‘জাবাড়িয়া জোড়ি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ভারাক্রান্ত হৃদয়ে পরিণীতি লেখেন, “সব সময় হাসিখুশি থাকতে। অনুপ্রেরণা জোগাতে। ভালবাসি তোমায় মোহিত। রেস্ট ইন পিস।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০২০ ১৮:৩১
Share:

মোহিত বাঘেল।

মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মোহিত বাঘেল। বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন মোহিত। অবশেষে শনিবার সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

Advertisement

‘কমেডি নাইটস উইথ কপিল’-এর পরিচালক রাজ শাণ্ডিল্য আজ সকালে প্রথম টুইটারে মোহিতের মৃত্যুর খবর প্রকাশ করে লেখেন, “ভাই, চলে যাওয়ার এত তাড়া ছিল? তোমাকে বলেছিলাম, সেরে ওঠ, তার পর একসঙ্গে শুটিং শুরু করব। এত ভাল অভিনয় কর তুমি। পরের ছবির সেটে তোমার অপেক্ষায় থাকব।”রাজের পরবর্তী ছবির শুটিং শুরু হবে আবার। কিন্তু থাকবেন না মোহিত।

তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিণীতি চোপড়াও। মোহিতের সঙ্গে ‘জাবাড়িয়া জোড়ি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ভারাক্রান্ত হৃদয়ে পরিণীতি লেখেন, “সব সময় হাসিখুশি থাকতে। অনুপ্রেরণা জোগাতে। ভালবাসি তোমায় মোহিত। রেস্ট ইন পিস।”

Advertisement

১৯৯৩-এর ৭ জুন উত্তরপ্রদেশের মথুরায় জন্ম হয় মোহিতের। ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। সলমন খানের সঙ্গে ‘রেডি’ ছবিতেও কাজ করেছেন মোহিত। মজার এক ভিলেনের চরিত্রে মোহিতের অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।

রেডি ছবিতে মোহিত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement