Salman Khan

প্রেম দিবস বিশেষ ভাবে উদ্‌যাপন সলমনের! কার সঙ্গে বিশেষ দিন কাটালেন অভিনেতা?

প্রেম দিবসেও অনুরাগীদের কৌতূহল ছিল, কী করছেন সলমন। কী ভাবে এই বিশেষ দিনের উদ্‌যাপন করছেন তিনি। সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন বলি তারকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৯
Share:

সলমনের প্রেম দিবস। ছবি: সংগৃহীত।

একাধিক সম্পর্কে জড়িয়েছেন সলমন খান। বলিউডের প্রথম সারির কয়েক জন নায়িকার সঙ্গে জুড়ে রয়েছে তাঁর নাম। সব সময়েই ব্যক্তিগত সম্পর্কের জন্য উঠে এসেছেন খবরের শিরোনামে। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছননি তিনি। তবে ৫৯ বছর বয়সেও ভাইজানকে নিয়ে আশাবাদী অনুরাগীরা। তাঁদের আশা, ঠিক মনের মানুষকে এক দিন বিয়ে করবেন সলমন। বিয়ে না করলেও, বরাবর প্রেমে থেকেছেন তিনি। তাই প্রেম দিবসেও অনুরাগীদের কৌতূহল ছিল, কী ভাবে এই বিশেষ দিনের উদ্‌যাপন করছেন তিনি? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন বলি তারকা।

Advertisement

সমাজমাধ্যমে নিজেই একটি ছবি ভাগ করে নিয়ে সলমন জানান দিয়েছেন, প্রেম দিবসে কী করেছেন তিনি। শোনা যায়, গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সলমন। ভাইজানের পরিবারের সমস্ত অনুষ্ঠানেও তাঁর দেখা পাওয়া যায়। কিন্তু প্রেম দিবসে ভাগ করে নেওয়া ছবিতে নেই তিনি। রয়েছে শুধুই সলমনের পরিবার।

গোটা পরিবারের ছবি ভাগ করে নিয়েছেন সলমন। ছবিতে রয়েছেন সলমনের বাবা সেলিম খান ও মা সালমা খান। এ ছা়ড়াও রয়েছেন আরবাজ় খান, সুরা খান, সোহেল খান, আরহান খান-সহ আরও অনেকেই। পরিবারের সঙ্গে প্রেমের দিন কাটল। তাই সলমন মজা করে পোস্টের সঙ্গে লিখেছেন, ‘ফ্যামিলিটাইনস ডে’। ভ্যালেন্টাইন’স ডে-কেই ঘুরিয়ে ভাইজান এমন লিখেছেন।

Advertisement

বর্তমানে সলমন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে ব্যস্ত। ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন অভিনেতা। ছবির ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অনুরাগীদের মুগ্ধও করেছে ছবির ঝলক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement