Sidharth Malhotra-Kiara Advani

কিয়ারা চান কন্যা হোক করিনার মতো! কোন শিক্ষায় সন্তানকে বড় করার পরিকল্পনা সিদ্ধার্থের?

এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ নিজেই জানিয়েছিলেন, সন্তানের প্রয়োজন বোধ করলে তবেই তিনি বিয়ে করবেন। পরিকল্পনামাফিকই এগিয়েছেন তারকা দম্পতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ২২:৩৬
Share:

সন্তানকে কী ভাবে বড় করবেন কিয়ারা-সিদ্ধার্থ? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই সুখবর দিয়েছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। বিয়ের দু’বছর পরেই জানিয়েছেন, সন্তান আসছে তাঁদের কোলে। পুরনো এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ নিজেই জানিয়েছিলেন, সন্তানের প্রয়োজন বোধ করলে তবেই তিনি বিয়ে করবেন। পরিকল্পনামাফিকই এগিয়েছেন তারকা দম্পতি। এ বার সন্তানকে কী ভাবে বড় করে তুলবেন, সেই পরিকল্পনা ভাগ করে নিলেন সিদ্ধার্থ।

Advertisement

অভিনেতা জানিয়েছেন, তিনি তাঁর সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে চান। নিয়মমাফিক জীবনযাপন করার পক্ষে তিনি। অভিনেতার কথায়, “সন্তানকে বড় করার সময় নিয়মানুবর্তিতার দিকে খেয়াল রাখা প্রয়োজন। বরাবর এটাই আমার উদ্দেশ্য থাকবে। কন্যা হোক অথবা পুত্র, তাকে সুষ্ঠু ভাবে বড় করতে চাই।” এই মন্তব্যেই স্পষ্ট, সন্তানকে ইতিবাচক আবহে বড় করতে চান সিদ্ধার্থ।

তবে কিয়ারা চান, কন্যা হলে সে যেন করিনা কপূর খান তথা বলিউডের বেবোর মতো গুণাগুণ পায়। এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, কন্যাসন্তান হলে তার মধ্যে করিনার বিশেষ কিছু গুণ দেখতে চান তিনি। কিয়ারা বলেছিলেন, “ওঁর (করিনা) আত্মবিশ্বাস, ওঁর অভিব্যক্তি, ওঁর ব্যক্তিত্ব— সব গুণই আমার কন্যার মধ্যে চাইব। করিনা সব দিক থেকে দারুণ।”

Advertisement

সপ্তাহখানেক আগেই সমাজমাধ্যমে কিয়ারা ও সিদ্ধার্থের পোস্ট দেখা যায়, হবু বাবা-মায়ের দুই জোড়া হাতের উপর রাখা এক জোড়া ছোট্ট মোজা। তার সঙ্গে ক্যাপশনে লেখা, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’’ এই পোস্টে নেহা ধুপিয়া থেকে করিনা কপূর-সহ বহু বলি তারকা শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা-সিদ্ধার্থকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement