Sonu Sood on Ibrahim Ali Khan

‘শুরু থেকেই কেউ নিখুঁত হয় না’, কটাক্ষের মাঝে ইব্রাহিম ও খুশির পাশে দাঁড়ালেন সোনু সুদ

“যে কোনও ক্ষেত্রে একটা ভাল বা খারাপ পারফরম্যান্সের দায়িত্ব সকলের, প্রত্যেক টেকনিশিয়ানও যুক্ত সেখানে”, বললেন সোনু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৬:০৫
Share:

ইব্রাহিম ও খুশির সমর্থনে কী লিখলেন সোনু? ছবি: সংগৃহীত।

ইব্রাহিম আলি খান ও খুশি কপূরকে নিয়ে কটাক্ষের ঝড়। সম্প্রতি ‘নাদানিয়া’ ছবি মুক্তির পর দুই তারকাসন্তানের অভিনয় দক্ষতা প্রশ্নের মুখে। সইফ আলি খানের বড় ছেলে ও শ্রীদেবীর ছোট মেয়ে সদ্য পা রেখেছেন বলি ইন্ডাস্ট্রিতে। প্রথম ধাপেই মুখ থুবড়ে পড়েছেন কার্যত। সমালোচনা ধেয়ে আসছে ক্রমাগত। এই পরিস্থিতিতে নতুনদের পাশে দাঁড়ালেন সোনু সুদ।

Advertisement

ফিল্মি দুনিয়ায় যাঁরা আত্মপ্রকাশ করছে,ন অর্থাৎ যারা নতুন, তাঁদের প্রতি স্নেহশীল থাকার পরামর্শ দিলেন বলি অভিনেতা সোনু সুদ। শনিবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছেন, “শুরু থেকেই কেউ নিখুঁত হয় না, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গেই শেখে সকলে। আর মাত্র কয়েক জন দ্বিতীয় সুযোগ পায়।”

শুধু বিনোদন দুনিয়া নয়, যে কোনও ক্ষেত্রেই এই একই বিষয় প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি। আরও লিখেছেন, “যে কোনও ক্ষেত্রে একটা ভাল বা খারাপ পারফরম্যান্সের দায়িত্ব সকলের, প্রত্যেক টেকনিশিয়ানও যুক্ত সেখানে। আমরা প্রত্যেকেই শিখতে থাকি। আসুন আমরা তাঁদের সমর্থন করি এবং উৎসাহ জোগাই।” নাম উল্লেখ না করলেও ইব্রাহিম, খুশির পাশে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত অনুরাগীরা। তাঁরাও সমর্থন জানিয়েছেন সোনুকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement