Vicky Kaushal

বিয়েবাড়িতে নাচতে কত টাকা নেন? ভিকি জানালেন...

বলিউড ছবি ‘মাসান’-এ ২০১৫ সালে ডেবিউ হয়েছিল তাঁর। তার পর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। তিনি ভিকি কৌশল। এ বার নেহা ধুপিয়ার শো’য়ে এসে তিনি জানালেন, বিয়েবাড়িতে নাচ করতে কত টাকা পারিশ্রমিক নেন ভিকি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ১৬:০০
Share:

ভিকি কৌশল।

বলিউড ছবি ‘মাসান’-এ ২০১৫ সালে ডেবিউ হয়েছিল তাঁর। তার পর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। তিনি ভিকি কৌশল। এ বার নেহা ধুপিয়ার শো’য়ে এসে তিনি জানালেন, বিয়েবাড়িতে নাচ করতে কত টাকা পারিশ্রমিক নেন ভিকি।

Advertisement

একটি বেসরকারি চ্যানেলের শোয়ে এসেছিলেন ভিকি। সঙ্গে ছিলেন ‘মনমর্জিয়া’-র সহ-তারকা তাপসী পান্নু। দুই প্রিয়তম বন্ধুর নানা কথা, গল্পে, খুনসুটিতে জমে উঠেছিল পর্ব। সেখানেই একটি রাউন্ডে প্রশ্ন করা হয় ভিকিকে, বিয়েবাড়িতে নাচ করতে কত টাকা পারিশ্রমিক নেন তিনি?

ভিকি বলেন, কার বিয়ে, তার উপরেই নির্ভর করছে পারিশ্রমিক। নেহা কিন্তু এতেই ছাড়েননি। পাল্টা প্রশ্ন করেন, নেহা যদি ফোন করে বলেন, ভিকিকে ১০ মিনিটের মধ্যে আসতে হবে, তা হলে তিনি কী করবেন? ভিকি বলেন, তিনি অবশ্যই আসবেন। নেহা এতেও দমে না গিয়ে বলেন, ‘‘এক জন বড় ব্যবসায়ীর হয়ে ধরে নাও আমি ফোন করছি, তখন?’’ এ বার ভিকি বলেন, ‘‘এখনও পর্যন্ত এমন হয়নি। কেউ যদি বলে, তখন বলি, আমাকে এখনও বিয়েবাড়িতে নাচতে হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন: উঠতি ভারতীয় ক্রিকেটারের সম্ভাব্য বান্ধবী, মোহময়ী এই মডেল মাত করলেন আইপিএল ফাইনাল​

এর পর নেহা প্রশ্ন করেন, তা হলে কত টাকার চেক ভিকি পারিশ্রমিক হিসাবে দাবি করেন? তিনি বলেন, ‘‘এক টাকা। অনুষ্ঠানে উপস্থিত স্বামী-স্ত্রী পিছু এক টাকা।’’ এর পর হেসে ফেলেন অভিনেতা আর সঞ্চালিকা নেহাও।

আরও পড়ুন: ববিতাকে বিয়ে করতে কপূর খানদান থেকেই বেরিয়ে আসতে চেয়েছিলেন রণধীর​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement