Vicky Kaushal in Kolkata

কলকাতায় ভিকি কৌশল, রশ্মিকার সঙ্গে বিতর্কিত নাচের দৃশ্য নিয়ে কী বললেন?

কেন বায়োপিকে অভিনয় করতে ভয় করে, কলকাতায় এসে প্রকাশ্যে জানালেন ভিকি কৌশল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪
Share:

কলকাতায় এসে বাংলায় কী বললেন ভিকি কৌশল? নিজস্ব চিত্র।

টলিপাড়ায় অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চলছে। তারই মাঝে শুক্রবার ঝটিকা সফরে শহরে বলিউড অভিনেতা ভিকি কৌশল। উপলক্ষ, তাঁর নতুন ছবি ‘ছাবা’র প্রচার। দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমায় সাংবাদিকদের মুখোমুখি হলেন ভিকি। শুক্রবার সকাল থেকেই শহরে তাঁর ঠাসা কর্মসূচি। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর সাংবাদিকদের সামনে উপস্থিত হলেন অভিনেতা। পরনে কালো পাঞ্জাবি এবং ছাইরঙা পাজামা। গলায় উত্তরীয়। ভিকি এসে বললেন, “দেরি হওয়ার জন্য দুঃখিত। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন দেখে আমি আপ্লুত।”

Advertisement

তার পরেই বাংলায় ভিকি বললেন, “ট্রেলার দেখে গায়ে কাঁটা দিল?” কলকাতায় আসার জন্য তিনি বাংলায় কিছু কথা শিখেছেন। বললেন, “কলকাতায় এসে ভাল লাগছে। এই বছর ভ্যালেন্টাইন্স ডে নয়, পরিবার এবং বন্ধুদের নিয়ে আমার ছবি দেখুন।” নিজের চরিত্রের জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে। “‘ছাবা’র জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছি। সাত মাসের প্রস্তুতি নিতে হয়েছিল”, বললেন অভিনেতা।

ইতিমধ্যে বলিউডে এক দশক পার করে ফেলেছেন ভিকি। তাঁর মতে, দর্শক এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না। বললেন, “এখনও ভাবলে অবাক লাগে। আশা করি, আগামী দিনেও এ ভাবেই আপনার আমার পাশে থাকবেন।” এই ছবির জন্য তাঁকে নিয়মিত পরিচালক এবং চিত্রনাট্যকারের সঙ্গে বসে ছত্রপতি সম্ভাজি মহারাজের সময়কাল সম্পর্কে বুঝতে হয়েছে। প্রতি দিন ৪-৫ ঘণ্টা ধরে পড়াশোনা করতে হয়েছে, এমনই জানালেন অভিনেতা।

Advertisement

শুক্রবার প্রিয়া সিনেমার বারান্দায় ভিকি কৌশল। ছবি: সংগৃহীত।

অতীতেও বায়োপিকে অভিনয় করেছেন ভিকি, ‘স্যাম বাহাদুর’, ‘সর্দার উধম’। বায়োপিকের ক্ষেত্রে ভিকি সাবধান থাকেন। বললেন, “যাঁদের চরিত্রে অভিনয় করছি বা যে দর্শক ছবিটা দেখবেন, তাঁদের অনুভূতিতে যেন কোনও আঘাত না লাগে, সে দিকে খেয়াল রাখি। একটু ভয়ও লাগে।”

সম্প্রতি ছবিতে একটি নাচের দৃশ্যকে কেন্দ্র করে আপত্তি ওঠে। ভিকি জানালেন, দর্শকের কথা মাথায় রেখেই ছবি থেকে সেই দৃশ্য বাদ দেওয়া হয়েছে। অভিনেতার কথায়, “আমাদের কাছে কোনও একটি দৃশ্যের তুলনায় সম্ভাজি মহারাজের গল্পটি দর্শকের কাছে তুলে ধরা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement