Kareena-Vivek

কলেজে শাস্তির হাত থেকে করিনাকে কী ভাবে বাঁচিয়েছিলেন? ফাঁস করলেন বিবেক

বিবেক ওবেরয় এবং করিনা কপূর খান বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। জানেন কি, ছোটবেলায় বিবেকের জন্য শাস্তির হাত থেকে রক্ষা পেয়েছিলেন করিনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ২০:১৮
Share:

কড়া শাস্তির হাত থেকে করিনাকে বাঁচিয়ে নিয়েছিলেন বিবেক। ছবি: সংগৃহীত।

‘যুবা’, ‘ওমকারা’, ‘কুরবান’—তাঁদের একাধিক ছবিতে একসঙ্গে দেখেছেন দর্শক। বিবেক অবেরয় এবং করিনা কপূর খান। দু’জনের পরিবারই যুক্ত সিনেমার জগতের সঙ্গে। তাই ছোট থেকেই একে অপরের পরিচিত তাঁরা। তাঁদের জুটিকে বড় পর্দায় প্রচুর ভালবাসা দিয়েছেন দর্শক। কিন্তু জানেন কি, কলেজে কী ভাবে করিনাকে বাঁচিয়েছিলেন বিবেক?

Advertisement

তিনি আসলে করিনার থেকে চার বছরের বড়। তাঁরা একই কলেজে পড়তেন। করিনার থেকে চার বছরের সিনিয়র ছিলেন তিনি। তাঁদের কলেজ উপস্থিতি নিয়ে বেশ কড়া ছিল। আর উপস্থিতির হার নিয়েই সমস্যায় পড়েছিলেন করিনা। তখন তিনি প্রথম বর্ষের ছাত্রী। সে বার উপস্থিতির হার নিয়ে বেজায় সমস্যায় পড়তে হয়েছিল করিনাকে। বিবেক ছিলেন ওই কলেজের সিনিয়র। তা ছাড়া পূর্ব পরিচিতও বটে। তাই সে বার বিবেক কোনও ভাবে করিনাকে কড়া শাস্তির থেকে বাঁচিয়ে নিয়েছিলেন।

প্রসঙ্গত, এখন কিছুটা কমই বড় পর্দায় দেখা যায় বিবেককে। ‘ধারাভি ব্যাঙ্ক’ সিরিজে দর্শক দেখেছেন বিবেককে। এর পর রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিস ফোর্স’ ছবিতে দেখা যাবে তাঁকে।

Advertisement

অন্য দিকে, করিনাকে এর পর দেখা যাবে সুজয় ঘোষের নতুন থ্রিলারধর্মী ছবিতে। আপাতত তিনি ব্যস্ত পরিবারের সঙ্গে বিদেশে ক্রিসমাসের ছুটি কাটাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement