Dia Mirza

পোশাক নিয়ে প্রশ্ন করতেই মুখ বন্ধ রাখতে বলা হয়! সলমনের ছবিতে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল দিয়ার?

শোনা যায়, রেগে গেলে নাকি একেবারে অন্য রূপ ধারণ করেন সলমন। এক বার সলমনের সঙ্গে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল দিয়া মির্জ়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ২৩:১১
Share:

সলমন খানের সঙ্গে দিয়া মির্জ়ার কাজের অভিজ্ঞতা ভাল নয়? — ফাইল চিত্র।

বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য অনুরাগী। বড় পর্দায় তাঁর ছবি মুক্তি পেলে মুহূর্তে ভরে ওঠে প্রেক্ষাগৃহ। সলমন খান। মেজাজের জন্য বলিউডে ‘ভাইজান’ তকমা পেয়েছেন তিনি। শোনা যায়, রেগে গেলে নাকি একেবারে অন্য রূপ ধারণ করেন সলমন। এক বার সলমনের সঙ্গে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল দিয়া মির্জ়ার। সেই অভিজ্ঞতা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দিয়া ও সলমন। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নিজের চরিত্র সম্পর্কে স্পষ্ট কোনও ধারণাই ছিল না দিয়ার। অভিনেত্রী বলেছেন, “শুটিংয়ের সমস্ত কিছু ঠিক করা হয় নায়কের সুবিধা অনুযায়ী। বলিউডের সেই অভ্যেস এখনও আছে। কিন্তু ছবির গল্পটা জানা থাকলে সুবিধা হয়। সেই সময় আমরা সেটুকুও জানতাম না।”

পঙ্কজ পরাসর ছবিটি পরিচালনা করবেন জানতে পেরে খুশি হয়েছিলেন দিয়া। ছবি সংক্রান্ত কোনও বিষয়ে খামতি রাখেননি প্রযোজক। কিন্তু ছবির চিত্রনাট্য প্রস্তুত ছিল না। স্মৃতিচারণা করে দিয়া বলেন, “ছবির আগে কোনও ওয়ার্কশপ হয়নি। চিত্রনাট্য পড়া হয়নি। দৃশ্যগুলি লেখা ছিল ভোজপুরি ভাষায়। এ দিকে আমার চরিত্রটি রাজস্থানের। কিন্তু আমার সংলাপ ভোজপুরিতে। শুটিংয়ের কয়েক মিনিট আগে নিজের সংলাপ জানতে পারতাম। বিমানে যাতায়াতের সময় ছবির পোশাক তৈরি হত।”

Advertisement

এই পরিস্থিতিতে নিজের চরিত্র নিয়ে অনবরত প্রশ্ন করতেন দিয়া। অভিনেত্রীর কথায়, “আমার চরিত্রটি বিশেষ এক ধরনের চোলি পরে থাকত। আমি প্রশ্ন করেছিলাম, কেন এই পোশাক? সঙ্গে সঙ্গে আমাকে বলা হয়েছিল,‘তুমি বড় বেশি প্রশ্ন করো। তোমাকে যেটুকু বলা হচ্ছে, সেটুকুই করো।’ আমার খুব খারাপ লেগেছিল।” তবে সলমন খানের সঙ্গে সরাসরি কোনও তিক্ত অভিজ্ঞতা নেই দিয়ার। বরং নায়িকাকে নিয়ে বেশ সতর্কই থাকতেন ভাইজান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement