Fatima Sana Shaikh

চাচি ৪২০-এর সেটে ছোট্ট ফতিমা, ২২ বছরের পুরনো ছবি পোস্ট দঙ্গল গার্লের

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেটি। কী সেই ছবি? ফতিমা শেয়ার করেছিলেন ‘চাচি ৪২০’ সিনেমার একটি ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৩:৫১
Share:

ফতিমা সানা শেখ। ছবি টুইটার থেকে নেওয়া।

ফতিমা সানা শেখদঙ্গল গার্ল। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেটি। কী সেই ছবি? ফতিমা শেয়ার করেছিলেন ‘চাচি ৪২০’ সিনেমার একটি ছবি।

Advertisement

সেই ছবিতে ছোট্ট ফতিমাকে দেখে নেটিজেনরা উত্ফুল্ল। কেউ বলেছেন, ছোটবেলাতেও একই রকম সুন্দর দেখতে ছিলেন অভিনেত্রী। কেউ বলেছেন, তখন থেকেই ফতিমা ক্যামেরার সামনে স্বচ্ছন্দ। ছবিতে তাঁর সঙ্গে বলিউড অভিনেত্রী তব্বুকেও দেখা যাচ্ছে।

তব্বুর ছবিটি দেখে অনেকে বলেছেন, যত দিন যাচ্ছে তব্বুর গ্ল্যামার যেন বেড়ে যাচ্ছে। ১৯৯৭ সালের এই ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসাবে অভিনয় করেন ফতিমা।

Advertisement

#Throwback #chachi420 @tabutiful

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh) on

ছবিতে তব্বু ও কমল হাসানের মেয়ে ভারতীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯৯৩ সালের হলিউড ছবি ‘মিসেস ডাউটফায়ার’-এর রিমেক চাচি ৪২০। ছবিটি সুপারহিট ছিল।

আরও পড়ুন: হোটেলে বাকি সাড়ে চার লক্ষ টাকা, না দিয়েই পালালেন অভিনেত্রী

ফতিমা সানা শেখ বলিউডে প্রবেশ করেন ‘দঙ্গল’ ছবির মাধ্যমে। পরে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে অভিনয় করেন তিনি।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্মে এই বলি সেলেবদের চিনতে পারছেন?​

বিনোদনের জগতের নানা খবর পেতে এবং পুরস্কার জিততে চোখ রাখুন বিনোদন কুইজে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement