Janhvi Kapoor

কাঁধখোলা পোশাক ঊরু পর্যন্ত চেরা! জাহ্নবীর মার্জারচলনে প্রশ্ন, ‘ট্রেন ধরার খুব তাড়া নাকি?’

বলি তারকারা প্রকাশ্যে এলেই ছেঁকে ধরেন ছবিশিকারিরা। চার দিক থেকে তাঁর দিকে ক্যামেরা তাক করা হয়। এমনই একটি ‘থিম’ তুলে ধরা হয়েছিল মার্জার সরণিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৪:১১
Share:

কটাক্ষের মুখে জাহ্নবী। ছবি: সংগৃহীত।

পরনে কালো রঙের কাঁধখোলা পোশাক, পায়ের দিকে চেরা অংশ পৌঁছেছে ঊরু পর্যন্ত, সুউচ্চ জুতো, খোলা ঢেউ খেলানো চুল। এই বেশেই মার্জার সরণিতে হাঁটলেন জাহ্নবী কপূর। অভিনেত্রীর বালুঘড়ির মতো চেহারায় যেন মিশে ছিল কালো রঙের বাঁধনি ছাপের সেই পোশাক। জাহ্নবীর লাস্যে কুপোকাত বহু অনুরাগীই। তবু মার্জার সরণিতে হেঁটে তির্যক মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী।

Advertisement

বলি তারকারা প্রকাশ্যে এলেই ছেঁকে ধরেন ছবিশিকারিরা। চার দিক থেকে তাঁর দিকে ক্যামেরা তাক করা হয়। এমনই একটি ‘থিম’ তুলে ধরা হয়েছিল মার্জার সরণিতে। আপাদমস্তক ঢাকা কালো রঙের কোট পরে প্রথমে প্রবেশ করেন জাহ্নবী। মার্জার সরণির মাঝে এসে খুলে দেন সেই কোট। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় ছবিশিকারির ভূমিকায় পুরুষ মডেলদের। তার পরেই হেঁটে এগিয়ে যান জাহ্নবী। অভিনেত্রীর হাঁটার ধরন একেবারেই পছন্দ হয়নি নেটাগরিকের।

সাজ ও লাস্যে ভাল নম্বর পেলেও, হাঁটার ধরনের জন্য কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। মার্জার সরণিতে আত্মবিশ্বাস নিয়ে হাঁটেন মডেলরা। কিন্তু জাহ্নবীর নিন্দকেরা বলেছেন, “একে মোটেই আত্মবিশ্বাস বলে না। অতিরিক্ত আত্মবিশ্বাস বলে। জাহ্নবী এমন ভাবে হাঁটছেন, মনে হচ্ছে খুব তাড়া আছে কোথাও যাওয়ার।”

Advertisement

একটি জায়গায় দেখা যাচ্ছে, জাহ্নবীর পিছনে সারি দিয়ে হেঁটে আসছেন পেশাদার মডেলরা। এই দেখে নিন্দকদের মত, “এই হল নেপোটিজ়ম। যোগ্য মডেলদের পিছনে ফেলে জাহ্নবী আগে হাঁটছেন। নিজেকে লাস্যময়ী মনে করছেন। কিন্তু দেখে মনে হচ্ছে, ট্রেন ধরতে যাচ্ছেন।” তবে জাহ্নবীর কয়েক জন অনুরাগী মনে করছেন, অভিনেত্রীর ব্যক্তিত্বের সঙ্গে তাঁর এই হাঁটা মানানসই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement