Kareena Kapoor Khan

‘কালো নিকষ অন্ধকার পেরিয়ে...’, বাড়িতে বিয়ে, স্বামীকে নিয়ে কোন ইঙ্গিত দিলেন করিনা?

স্বামী গুরুতর জখম। কী করে তাঁকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না করিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১
Share:

পিসির ছেলে আদর জৈনের বিয়ে নিয়ে মেতেছেন করিনা কপূর খান। ছবি: সংগৃহীত।

এক মাস কেটে গিয়েছে সইফ আলি খানের উপর হামলার ঘটনার। হাসপাতাল থেকে অভিনেতার বাড়ি ফেরা, তারকা দম্পতির বিবৃতি, অভিযুক্তের গ্রেফতারি, সব পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন সইফ-করিনা। নতুন ছবি ‘জুয়েল থিফ’-এর প্রচারে যোগ দিয়েছিলেন সইফ। অন্য দিকে, করিনা সংসার দেখভালের পাশাপাশি নিজের পেশাও চালিয়ে যাচ্ছেন জোরকদমে।

Advertisement

নবাব পরিবার ক্রমশ ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। মঙ্গলবার শুটিংয়ে ফিরেছেন করিনাও। সম্প্রতি ছোট ছেলে জেহ্‌র জন্মদিনের অনুষ্ঠান করেছেন তাঁরা। এর মধ্যে কপূর পরিবারে বিয়ে। পিসির ছেলে আদর জৈনের বিয়ে। বুধবার স্বামী সইফকে ছাড়াই দেখা যায় করিনাকে। বাড়ি ফিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর।

১৬ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছে পটৌদী পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা। স্বামী গুরুতর জখম। কী করে তাঁকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না করিনা। সইফের কথা অনুযায়ী, অভিনেত্রী শেষে নাকি চিৎকার করে আশপাশের সকলকে ডাকছিলেন। তার পর থেকে লাগাতার খবরে রয়েছে পটৌদী পরিবার। যদিও সইফ এখন অনেকটাই সুস্থ। এ বার করিনা ইনস্টাগ্রামে লিখলেন, “অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগোচ্ছি, সব খারাপ দূরে সরিয়ে আনন্দের দিকে এগোচ্ছি। ভালবাসার উদ্‌যাপন করছি পরিবারের সঙ্গে।”

Advertisement

এই পোস্টের সঙ্গেই নিজের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বুধবার রাতে ইনস্টাগ্রামে জমকালো সাজে নিজের ফোটোশুটের কয়েকটি ছবি ভাগ করে নেন তিনি। ছবিতে সেই চেনা ‘বেবো সুলভ’ আত্মবিশ্বাস। চুঁইয়ে পড়ছে গ্ল্যামার। করিনা লিখেছেন, “ভালবাসা সব জয় করে নিতে পারে।” এর পর তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement