Parineeti Chopra

দোরগোড়ায় রাঘব চড্ডার সঙ্গে বাগ্‌দান, তার আগেই ‘বৌদি’ ডাক শুনে লজ্জায় লাল পরিণীতি!

চলতি বছরের শেষের দিকেই আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আগামী সপ্তাহেই বাগদানের তোড়জোড় চর্চিত যুগলের।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৮:৫৪
Share:

বিয়ের প্রশ্ন শুনেই লজ্জায় পড়লেন পরিণীতি। ছবি: সংগৃহীত।

চলতি বছরেই বলিউডে ফের বিয়ের সানাইয়ের সুর। এত দিনের জল্পনা-কল্পনার পর খবর, এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বছরের শেষের দিকে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার ও তাঁর চারহাত এক হতে চলেছে। দুই তারকার প্রেমের চর্চা চলছে কয়েক মাস ধরেই। তখন থেকেই কানাঘুষো, খুব শীঘ্রই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই তারকা। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রীর অনামিকায় রুপোলি আংটির ঝলকও দেখা গিয়েছিল। খবর, আগামী ১৩ মে দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে বাগ্‌দান সম্পন্ন হতে চলেছে দুই পরিণীতি ও রাঘবের। তার আগেই বলিউড অভিনেত্রীকে নতুন নামে সম্বোধন করলেন আলোকচিত্রীরা। তাঁদের ‘বৌদি’ ডাকে লজ্জায় লাল অভিনেত্রী। ‘পরিণীতি বৌদি জিন্দাবাদ’ শুনে একগাল হেসেও ফেললেন তিনি।

Advertisement

দিন কয়েক আগেই মোহালির গ্যালারিতে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন চর্চিত যুগল। আইপিএলে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে গ্যালারিতে একসঙ্গে হাজির ছিলেন দুই তারকা। কালো পোশাকে দু’জনের ‘টুইনিং’ও নজর কেড়েছিল অনুরাগীদের। এমনকি, রাঘবের কাঁধে মাথা রেখেও দেখা গিয়েছিল পরিণীতিকে।চলতি বছরের অক্টোবর মাসেই নাকি রাঘব চড্ডার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন ‘ইশকজ়াদে’ খ্যাত অভিনেত্রী। অক্টোবর মাসে নাকি একটি চলচ্চিত্র উৎসবের জন্য মায়ানগরী মুম্বইয়ে উপস্থিত থাকতে চলেছেন পরিণীতির তুতো দিদি প্রিয়ঙ্কা চোপড়াও। তাঁর প্রিয় মিমিদিদির উপস্থিতিতেই বিয়ে করতে চলেছেন পরিণীতি। যদিও এখনও এই বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি রাঘব বা পরিণীতি কেউই।

মুম্বইয়ের রেস্তরাঁয় ডেটে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন রাঘব ও পরিণীতি। সেই থেকে শুরু দু’জনের প্রেমের জল্পনা। তার পর থেকে একাধিক বার এক ফ্রেমে ধরা দিয়েছেন চর্চিত যুগল। কখনও পরিণীতিকে দিল্লি বিমানবন্দর থেকে নিতে এসেছেন আপ নেতা। কখনও আবার একই বিমানে রাজধানী থেকে একসঙ্গে মুম্বইয়ে ফিরেছেন রাজনীতিক ও অভিনেত্রী। খবর, চলতি মাসেই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে বাগ্‌দান সেরে ফেলেছেন রাঘব ও পরিণীতি।

Advertisement

আপ নেতা রাঘব চড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্য দিকে, পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলের প্রাক্তন পড়ুয়া। যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। বিদেশের মাটিতেই বন্ধুত্বের সূত্রপাত রাঘব ও পরিণীতির। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন