Bollywood Gossip

শ্রদ্ধা, রাহুলের গোপন ভিডিয়ো ফাঁস! রবিনা টন্ডনের চোখে পড়তেই কী বললেন অভিনেত্রী?

শোনা যায়, রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ছড়িয়ে পড়েছে নায়িকার একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে একটি রিল ভিডিয়োয় নাচছেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৮:২৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নায়িক, নায়িকারা কখন কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন, কী পোশাক পরলেন— ছবিশিকারিদের ক্যামেরা সারাক্ষণ তাক করে থাকে তাঁদের দিকে। অনেক সময় এই কারণে সমস্যাতেও পড়তে হয় অভিনেতাদের। এক দিকে যেমন অনেক গোপন কথা প্রকাশ্যে বেরিয়ে পড়ে, তেমনই আবার ব্যক্তিগত সময় বলে কিছুই অবশিষ্ট থাকে না। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রী শ্রদ্ধা কপূরের সঙ্গে। এমনিতেই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। শোনা যায়, রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ছড়িয়ে পড়েছে নায়িকার একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে একটি রিল ভিডিয়োয় নাচছেন নায়িকা। আয়নায় দেখা যাচ্ছে, সেই ভিডিয়োটি করছেন চর্চিত প্রেমিক। তা নিয়ে আলোচনার মাঝেই ফের চর্চায় শ্রদ্ধা এবং রাহুল।

Advertisement

বহু দিন আগে নায়িকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। যেখানে দেখা যায়, বিমানবন্দরে রাহুলের সঙ্গে বসে রয়েছেন অভিনেত্রী। মন দিয়ে ফোন দেখছেন। এই দৃশ্য রেকর্ড করেছিলেন কোনও এক বিমানসেবিকা, যা নজরে আসতেই বিরক্তি উগরে দেন অভিনেত্রী রবিনা টন্ডন। অভিনেত্রী লেখেন, “ব্যক্তিগত গোপনীয়তা এ ভাবে লঙ্ঘন করা একেবারেই উচিত নয়। বিশেষত বিমানসেবিকাদের থেকে এমন আশা করা যায় না। যদি আপনাদের এই ছবি তোলার ইচ্ছাই হত তা হলে বলে করতে পারতেন।” শুধু শ্রদ্ধা নয়, এই ঘটনা আগেও ঘটেছে। এই গোপনে ছবি তুলে তা সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা— এই বিষয়টি নিয়ে বিরক্ত গোটা বলিউড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement