Sonakshi Sinha net worth

৩টি গাড়ি, ব্যবসায় বিনিয়োগ! জ়াহিরকে বিয়ে করার পরে সোনাক্ষীর সম্পত্তির পরিমাণ কত?

শত্রুঘ্ন সিন্‌হার কন্যা হলেও, তিনি বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। ২০২০ সালে নিজের একটি বড় স্বপ্ন পূরণ করেন তিনি। বান্দ্রায় সমুদ্রমুখী একটি ফ্ল্যাট কেনেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৯:১৭
Share:

একাধিক বাড়ি, তিনটি গাড়ির মালকিন সোনাক্ষী! ছবি: সংগৃহীত।

অভিনয় ও ব্যক্তিগত জীবন, উভয়ের জন্যই চর্চায় থাকেন সোনাক্ষী সিন্‌হা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘জটাধরা’। ছবিতে একেবারে অন্য অবতারে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এর আগেও কখনও পুলিশের চরিত্রে, কখনও আবার যৌনকর্মীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বছরখানেক হল বিয়েও করেছেন সোনাক্ষী। আর এ বার প্রকাশ্যে এল অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ।

Advertisement

শত্রুঘ্ন সিন্‌হার কন্যা হলেও, তিনি বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। ২০২০ সালে নিজের একটি বড় স্বপ্ন পূরণ করেন তিনি। বান্দ্রায় সমুদ্রমুখী একটি ফ্ল্যাট কেনেন তিনি। বহুতল আবাসনের ১৬ তলায় এই ফ্ল্যাট আয়তনে ৪৬০০ বর্গফুট। ১৪ কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনেছিলেন তিনি।

২০২৩ সাল থেকে এই নতুন ঠিকানায় থাকতে শুরু করেছিলেন সোনাক্ষী। তার আগে বান্দ্রায় পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। নতুন আবাসে সাজার ঘর থেকে বসার ঘর— মনের মতো করে সাজিয়েছিলেন অভিনেত্রী। সেই বছরই ওই বহুতলের ১১ তলায় আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন সোনাক্ষী। বিনিয়োগের বিষয়েও যথেষ্ট সচেতন সোনাক্ষী। তাই ২০২৪ সালে একটি ফ্ল্যাট বিক্রি করে দেন তিনি। ২২.৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন সেই ফ্ল্যাট। ৬১ শতাংশ লাভ হয়েছিল তাঁর।

Advertisement

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ় ‘হীরামন্ডি’-তে অভিনয় করেছিলেন সোনাক্ষী। সেই চরিত্রের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি। ২০২৪ সাল থেকে ব্যবসায় বিনিয়োগও করেছেন। পাশাপাশি নিজের একটি ব্র্যান্ডও শুরু করেছেন।

বাড়ির সঙ্গে গাড়িরও সম্ভার রয়েছে সোনাক্ষীর। মার্সিডিজ় বেন্জ-এর দুটি গাড়ি ও একটি বিএমডব্লু-র গাড়ি রয়েছে তাঁর কাছে। তিনটির দাম যথাক্রমে ১.৪২ কোটি, ৮৭.৭৬ লক্ষ, ৭৫.৯০ লক্ষ টাকা। তবে বিয়েতে বিশেষ আতিশয্য রাখেননি সোনাক্ষী। কেবল প্রীতিভোজের আয়োজন করেছিলেন। জানা যায়, বর্তমানে ১০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী সোনাক্ষী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement