Entertainment News

প্রেগন্যান্ট তো কী হয়েছে? কাজে ‘না’ নেই এই বলি নায়িকাদের

বেবিকে ক্যারি করছেন তিনি। বেবি বাম্প এখন স্পষ্ট। চেহারাতেও পরিবর্তন আসতে শুরু করেছে। কিন্তু, তাতে কী? দিব্যি উডবি বেবিকে নিয়েই সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে র‌্যাম্পে হেঁটে সকলকে চমকে দিলেন মম টু বি করিনা কপূর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ১১:২৭
Share:

বেবিকে ক্যারি করছেন তিনি। বেবি বাম্প এখন স্পষ্ট। চেহারাতেও পরিবর্তন আসতে শুরু করেছে। কিন্তু, তাতে কী? দিব্যি উডবি বেবিকে নিয়েই সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে র‌্যাম্পে হেঁটে সকলকে চমকে দিলেন মম টু বি করিনা কপূর। তবে শুধু নবাব ঘরণীই নন, হেভি প্রেগন্যান্ট অবস্থায় র‌্যাম্পে হেঁটে তাক লাগিয়েছিলেন নামকরা মডেল ক্যারল গ্রেসিয়াস। ছেলে হওয়ার মাত্র ছয় সপ্তাহের মধ্যেই আবার ক্যালর ফিরেছেন র‌্যাম্পে।

Advertisement

মা হওয়াটা অবশ্যই ‘স্পেশ্যাল’। আর সেই স্পেশ্যাল মুহূর্তকে আরও স্পেশ্যাল করে তুলতে কত কী-ই না করেন সেলেবরা। কেউ হবু বেবির জন্য চুটিয়ে শপিং করেন, বেটারহাফের সঙ্গে কেউ চলে যান বেবিমুনে, কেউ বা পরিবারের সঙ্গে সময় কাটান, কেউ আবার কাজ থেকে টানা ছুটি নিয়ে বেড়াতে যান পছন্দদের জায়গায়। আবার এর ব্যতিক্রমও রয়েছে। বলিউডের অনেক মায়েরাই কিন্তু অন্তসত্ত্বা অবস্থাতেও কাজ করেছেন চুটিয়ে। প্রেগন্যান্সি পিরিয়ড এনজয় করার পাশাপাশি কাজের মধ্যেও খুঁজে পেয়েছেন আনন্দ। গ্যালারি থেকে জেনে নিন এই তালিকায় নাম তুলেছেন কোন কোন বলি নায়িকা?

আরও পড়ুন: এই বলি নায়িকার ছুটির ছবি দেখলে চমকে যাবেন

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement