বলিউডের তিন খানের সঙ্গেই জুটি বেঁধেছেন যে নায়িকারা

গত প্রায় আড়াই দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিন খান- শাহরুখ, আমির, সলমন। এখনও এংরাই বলিউডের সেরা তিন আইকন। বক্স অফিস জয়ের সেরা তিন তুরুপের তাস। ছবিতে তাঁদের উপস্থিতি মানেই সুপার হিট। তিন খানের এক খানের সঙ্গে কাজ করতে পারাটাই বলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীর কাছে স্বপ্ন। সেই নায়িকাদের কথা জেনে নেওয়া যাক, যাঁরা নায়িকা হয়ে জুটি বেঁধেছেন নায়ক শাহরুখ, নায়ক আমির, নায়ক সলমনের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ১৬:৫৫
Share:

গত প্রায় আড়াই দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিন খান- শাহরুখ, আমির, সলমন। এখনও এংরাই বলিউডের সেরা তিন আইকন। বক্স অফিস জয়ের সেরা তিন তুরুপের তাস। ছবিতে তাঁদের উপস্থিতি মানেই সুপার হিট। তিন খানের এক খানের সঙ্গে কাজ করতে পারাটাই বলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীর কাছে স্বপ্ন। কিন্তু তিন খানেরই নায়িকা হয়েছেন যাঁরা, তাঁদের শুধু খান সান্নিধ্যে কপাল খুলেছে এমন বলাটা বাড়াবাড়ি! বরং এঁরা অধিকাংশ নিজের আলোতেই আলোকিত হয়েছেন বলিউডে। সেই নায়িকাদের কথা জেনে নেওয়া যাক, যাঁরা নায়িকা হয়ে জুটি বেঁধেছেন নায়ক শাহরুখ, নায়ক আমির, নায়ক সলমনের সঙ্গে।

Advertisement

আরও দেখুন...
শাহরুখের পরের ৫ ছবির কথা জানেন না? জেনে নিন

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement