Bollywood

বয়কটের ডাক

লাদাখে চিনা আগ্রাসনের জবাবেই #বয়কটচাইনিজ়প্রোডাক্ট এবং #বয়কটচিন প্রচারে নেমেছে বলিউড

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২০ ০১:২৮
Share:

মিলিন্দ- আয়ুষ্মান- আরশাদ

চিনের তৈরি দ্রব্য বয়কটের ডাক দিল বলিউড। ‘থ্রি ইডিয়টস’-এ আমির খানের চরিত্রটি যাঁকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, সেই সোনম ওয়াংচুক সবার প্রথম এই বয়কটের ডাক দেন। তাতে সাড়া দিয়ে মিলিন্দ সোমন টিকটক অ্যাপ ডিলিট করেন। মিলিন্দের দেখাদেখি এগিয়ে আসেন বলিউডের অনেক তারকাই।

Advertisement

লাদাখে চিনা আগ্রাসনের জবাবেই #বয়কটচাইনিজ়প্রোডাক্ট এবং #বয়কটচিন প্রচারে নেমেছে বলিউড। মিলিন্দ তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ‘‘টিকটক আমি বর্জন করলাম।’’ এর পরই আরশাদ ওয়ারসিও লেখেন, ‘‘আমি সচেতন ভাবেই চিনের তৈরি কোনও দ্রব্য আর ব্যবহার করছি না। আসলে আমরা এখন যা কিছু ব্যবহার করি, তার বেশির ভাগ চিনের তৈরি। তবে খুব শীঘ্রই চিনের সবটা বর্জন করতে পারব।’’ টিভি অভিনেত্রী কাম্যা পঞ্জাবি জানিয়েছেন, ‘‘চিনের যাবতীয় দ্রব্যের ব্যবহার সকলে বন্ধ করুন।’’ আয়ুষ্মান খুরানা, রণবীর শোরে, ‘ড্রিম গার্ল’-এর পরিচালক রাজ শান্ডিল্য, প্রত্যেকেই এই বয়কটের ডাকে সাড়া দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন