Diwali celebration in Bollywood

কারও অবিবাহিত জীবনের শেষ দীপাবলি, কেউ সন্তানের অপেক্ষায়! বলিপাড়ার আলোর উৎসব কেমন কাটছে?

এই দীপাবলির সময়কেই গৃহপ্রবেশের সময় হিসেবে বেছে নিয়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্ট। সোমবার রাত থেকেই বলিউডে বসল আলোর মেলা। কে কী করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২২:৪৭
Share:

রশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন কী করলেন দীপাবলিতে? ছবি: সংগৃহীত।

আলোর উৎসবে মেতেছে বলিউডও। রবিবার রাত থেকেই পটৌডী পরিবার সরগরম ছিল। উজ্জ্বল সাজগোজ আর খাওয়াদাওয়ায় মেতেছিলেন সইফ আল খান ও করিনা কপূর খান। আবার এই দীপাবলির সময়কেই গৃহপ্রবেশের সময় হিসেবে বেছে নিয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। সোমবার রাত হতেই ফের বলিউডে বসল আলোর মেলা। কে কী করলেন।

Advertisement

ঘর সাজালেন কঙ্গনা।

শৈশবে ফিরে গেলেন কঙ্গনা রনৌত। দুই হাতে ফুলঝুড়ি জ্বালিয়ে দীপাবলি পালন করতে দেখা গেল তাঁকে। আবার নিজের ঘর প্রদীপ দিয়ে সাজাতেও দেখা গিয়েছে তাঁকে। কঙ্গনা বেছে নিয়েছিলেন লাল রঙের একটি সুতোর কাজ করা শাড়ি। তার সঙ্গে সাবেকি সাজ। মাথার টিকলি নজর কেড়েছিল।

নেটাগরিকের নজর কেড়েছেন বিজয় দেবরকোন্ডাও। বন্ধুর সঙ্গে বাজির খেলায় মাতেন তিনিও। অনুরাগীদের অনুমান অবিবাহিত অবস্থায় এটাই বিজয়ের শেষ দীপাবলি। পরের বছর স্বস্ত্রীক দেখা যাবে তাঁকে। একই মতামত চর্চিত প্রেমিকা রশ্মিকা মন্দানাকে নিয়েও। দীপাবলি উপলক্ষে অভিনেত্রীকে সাদা ও গাঢ় সবুজ রঙের মিশেলে একটি সালোয়ার কামিজ়ে দেখা গিয়েছে। কানে পরেছিলেন বড় ঝোলা দুল।

Advertisement

কবীরের সঙ্গে কৃতি।

অভিনেত্রী কৃতি শ্যাননেরও নাকি এ বার অবিবাহিত শেষ দীপাবলি। সেই ইঙ্গিত নিজেও দিয়েছেন অভিনেত্রী। কৃতির দীপাবলি পার্টিতে সঙ্গে ছিলেন তাঁর চর্চিত প্রেমিক কবীর বহিয়াও। চর্চিত প্রেমিকের বাহুডোরে এ দিন দেখা যায় অভিনেত্রীকে। কৃতী পরেছিলেন গাঢ় গোলাপি রঙের চুড়িদার আর কবীরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি।

সন্তানের অপেক্ষায় ভিকি ও ক্যাটরিনা।

হবু বাবা-মা ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের জীবনে এই বছরের দীপাবলি খুব বিশেষ দিন। ভিকির ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, দুই নরনারীর হাতে রাখা দীপাবলির প্রদীপ। অনুরাগীদের ধারণা, এই দুই হাত ভিকি ও ক্যাটরিনারই। খুব শীঘ্রই তাঁদের কোলে আসছে সন্তান।

ডেভিড বেকহ্যামের সঙ্গে সোনম।

সোনম কপূরও চমকে দিয়েছেন দীপাবলিতে। আন্তর্জাতিক ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের সঙ্গে দীপাবলি পালন করেছেন তিনি। সঙ্গে ছিলেন সোনমের স্বামী আনন্দ অহুজাও। একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন স্বয়ং ডেভিড। ভারতের খাবারের প্রশংসাও করেছেন তিনি।

পোষ্যের সঙ্গে কার্তিক।

অনন্যা পাণ্ডের দীপাবলি কাটছে পরিবারের সঙ্গে। আলোয় মোড়া একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নতুন প্রজন্মের অভিনেতা অহান পাণ্ডেও পরিবারের সঙ্গে মেতেছেন আলোর উৎসবে। তবে এ সবের মধ্যে, কার্তিক আরিয়ানের দীপাবলি পালন একেবারে অন্য রকম। কোনও আতসবাজি বা শব্দবাজির খেলায় মাতেননি অভিনেতা। বরং নিজের বাড়ির ছাদে শান্ত পরিবেশে পোষ্য সারমেয় ও একটি ছোট্ট সারমেয় ছানার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে।

এ ছাড়াও সামান্থা রুথ প্রভু, অক্ষয় কুমার, টুইঙ্কল খন্না, দিশা পটানি, শ্রীলীলা, মৌনী রায়রাও ভাগ করে নিয়েছেন দীপাবলির বিশেষ মুহূর্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement