Nawazuddin Siddiqui

অশিক্ষিতরাই বেশি সুযোগ পান! বলিউড সম্পর্কে এ বার বিস্ফোরক অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি

বলিউডের ‘বাইরের লোক’ হিসাবেই পরিচিত নওয়াজ়। তিনিও যে পরোক্ষে স্বজনপোষণকেই বিঁধলেন তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৮:২৫
Share:

বলিউডে নওয়াজ়উদ্দিন সিদ্দিকির কোনও বন্ধুু নেই। ছবি: সংগৃহীত।

যে কোনও পেশায় প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কিন্তু বলিউডে নেই। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের অভিনয় সফর সম্পর্কে একাধিক মন্তব্য করেন। সেখানেই তিনি বলেন, “এক জন অভিনেতা যাঁকে ভরসা করা যায় না... তিনিও যে কোনও ভাবেই হোক এখানে কাজ পেয়ে যান।”

Advertisement

বলিউডের ‘বাইরের লোক’ হিসাবেই পরিচিত নওয়াজ়। তিনিও যে পরোক্ষে স্বজনপোষণকেই বিঁধলেন তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এর আগে এই স্বজনপোষণের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন কঙ্গনা রনৌত। আলিয়া ভট্ট থেকে সিদ্ধার্থ মলহোত্র— সকলের দিকেই তাক করা থেকেছে তির। প্রতিভার দৌলতে নাকি পরিবারতন্ত্রের জোরে কাজ পেয়েছেন, তা নিয়ে হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এই তালিকায় সর্বশেষ সংযোজন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং শ্রীদেবীর ছোটমেয়ে খুশি কপূর।

কোনও প্রসঙ্গ উল্লেখ না করেই নওয়াজ় অবশ্য দাবি করেন, প্রশিক্ষণ ছাড়াই কাজ পেয়ে যাওয়ার ঘটনা একমাত্র বলিউডে ঘটে। তিনি বলেন, “এটা একমাত্র আমাদের এখানেই হয়। অন্য সমস্ত ইন্ডাস্ট্রিতে পেশাদার এবং প্রশিক্ষিত অভিনেতাদের প্রয়োজন হয়। না হলে তাদের ঢুকতেই দেওয়া হয় না।”

Advertisement

নওয়াজ় মনে করেন এই কারণেই অস্তিত্বের সঙ্কট গ্রাস করে অভিনেতাদের। বন্ধুত্ব বা একনিষ্ঠা নেই বলেই বলিউডে কোনও ঐক্য নেই, মনে করেন অভিনেতা। সাফ জানান, বলিউডে তাঁর কোনও বন্ধু নেই। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ায় কেউ কখনও বন্ধু হয় না। বেশির ভাগ বন্ধুত্বই ভুয়ো। তিনি বলেন, “আজ যিনি পাশে রয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাবেন, অন্য কেউ আসবেন। এটা একেবারেই প্রয়োজন এবং স্বার্থের সম্পর্ক।” অভিনেতা দাবি করেন, তাঁর জীবনে যে কয়েকজন বন্ধু রয়েছেন, তাঁরা সকলেই তাঁর ছোটবেলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement