বলিউডকে আরও সাহসী হতে বললেন কেতন

বলিউডের আরও সাহসী হওয়ার প্রয়োজন বলে মনে করেন লেখক, পরিচালক কেতন মেহতা। তিনি জানান, প্রথম সারির ছবির পরিচালকেরা অনেকেই সাহসী দৃশ্যের সঙ্গে আপোস করে থাকেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ০০:৩৬
Share:

বলিউডের আরও সাহসী হওয়ার প্রয়োজন বলে মনে করেন লেখক, পরিচালক কেতন মেহতা। তিনি জানান, প্রথম সারির ছবির পরিচালকেরা অনেকেই সাহসী দৃশ্যের সঙ্গে আপোস করে থাকেন।

Advertisement

কেতন মনে করেন বিষয় নির্বাচন এবং তা ক্যামেরাবন্দি করার ক্ষেত্রে আরও বেশি ‘অ্যাডভেঞ্চারাস’ হওয়া দরকার। শিগগিরই মুক্তি পেতে চলেছে কেতন মেহতার পরবর্তী ছবি ‘‘মাঁজি-দ্য মাউন্টেন ম্যান’’। ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তে। কেতন জানান, ছবির ট্রেলর রিলিজ করার পর থেকেই ছবি নিয়ে ক্রমশ আগ্রহ বাড়ছে দর্শকের। ছবির কাজে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া পাচ্ছেন।

ছবিটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য একেবারে রিয়্যাল লোকেশনেই শুটিং করেন কেতন। সে কারণে, অনেক প্রতিকূলতারও সম্মুখীন হয়েছেন তাঁরা। ‘মাউন্টেন ম্যান’ দশরথ মাঁজির জীবন নিয়েই এ ছবি তৈরি করেছেন কেতন মেহতা। এক সাধারণ মানুষের স্ট্রাগল, তাঁর স্বপ্নই এ ছবির বিষয়বস্তু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement