Shraddha Kapoor

‘স্ত্রী ২’-এর সাফল্যে পর কি মাথা ঘুরে গেল শ্রদ্ধা কপূরের! একটি ছবির জন্য কত টাকা চাইছেন তিনি?

এর আগে শোনা গিয়েছিল ‘স্ত্রী ২’ অভিনেতা রাজকুমার রাও-ও নাকি ৫কোটি টাকা পারিশ্রমিক বৃদ্ধি করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৪:৫৪
Share:

মাটিতে পা রেখে চলতেই পছন্দ করেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। ছবি: সংগৃহীত।

রুপোলি দুনিয়ায় তাঁর জৌলুস ঠিক অন্য নায়িকাদের মতো নয়। বরং শ্রদ্ধা কপূর আলোচনায় থাকেন নানা কারণে। কখনও তিনি সমাজমাধ্যমে অনুসরণকারীর সংখ্যায় টেক্কা দেন ভারতের প্রধানমন্ত্রীকে, কখনও আবার সমাজমাধ্যমে সমালোচনা শুরু হয় তাঁর অভিনয় প্রতিভা নিয়েই। কিন্তু তাতে বিশেষ কিছু হেলদোল হয় কি অভিনেত্রীর? মনে হয় না।

Advertisement

বলিউডের খলনায়ক শক্তি কপূরের মেয়ে শ্রদ্ধা অবশ্য মাটিতে পা রেখে চলতেই পছন্দ করেন। দেখলেই মনে হয় যেন পাশের বাড়ির মেয়েটি। এরই মধ্যে তিনি শুরু করেছেন ঝুটো গয়নার ব্যবসা। প্রচারে বলেছেন, সোনার গয়না পরার সাধ্য ভারতে আছে খুব কম মানুষের। তাই বলে কি সাজবেন না সকলে? সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে চান শ্রদ্ধা!

এ বার সেই শ্রদ্ধা সম্পর্কেই এল নতুন তথ্য। গত বছর তাঁর অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে এই প্রথম নয়, রাজকুমার রাওয়ের সঙ্গে এর আগে ‘স্ত্রী’ ছবিটিও ছিল জনপ্রিয়। দ্বিতীয় ছবির সাফল্যের পর নাকি শ্রদ্ধা নিজের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে ফেলেছেন। শোনা যাচ্ছে, আগামী দিনে তাঁকে দেখা যাবে একতা কপূকের একটি থ্রিলারে। ছবিটি পরিচালনা করবেন রাহি অনিল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই শুটিং শুরু হওয়ার কথা। এরই মধ্যে শোনা যাচ্ছে, ছবিটির জন্য ১৭ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা। শুধু তা-ই নয়, ছবির লভ্যাংশও তাঁর প্রাপ্য হবে, এমনই নাকি লেখা রয়েছে চুক্তিপত্রে। এই প্রথম এত বেশি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা।

Advertisement

এর আগে রাজকুমার রাওয়ের পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর নাকি অভিনেতাও বাড়িয়ে দিয়েছেন তাঁর পারিশ্রমিকের অঙ্ক। শোনা গিয়েছিল তিনি ৫ কোটি টাকা বেশি দাবি করছেন। এ প্রসঙ্গে রাজকুমার বলেন, “আমি প্রতিদিন নতুন নতুন অঙ্কের কথা শুনছি। আমি আমার প্রযোজকের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেব, এত বোকা নই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement