ফারহানাকে নিয়ে বিতর্ক। ছবি: সংগৃহীত।
‘বিগ বস্ ১৯’-এ নজর কাড়ছেন কাশ্মীরের অভিনেত্রী তথা সমাজকর্মী ফারহানা ভট্ট। কঠিন ব্যক্তিত্বের জন্য অনুরাগীরা তাঁকে পছন্দ করছেন। সম্প্রতি ‘বিগ বস্’-এর আর এক প্রতিযোগী অমাল মালিকের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়েছিলেন ফারহানা। এ বার সেই অমালের কাকিমা রোশন গ্যারি কাশ্মীরি অভিনেত্রীকে ‘সন্ত্রাসবাদী’র তকমা দিলেন।
রোশন বলিউডে ‘ট্যালেন্ট ম্যানেজার’ হিসেবেও পরিচিত। তাঁকে সম্প্রতি ‘বিগ বস্’-এর প্রতিযোগীদের নিয়ে মন্তব্য করতে বলা হয় এক সাক্ষাৎকারে। ফারহানার প্রসঙ্গ আসতেই রোশন বলেন, “ও হচ্ছে শয়তান। সন্ত্রাসবাদীও বলা যেতে পারে। এটা বলতে চাইনি। কিন্তু এমন কিছু লোক তো রয়েছে, যারা মানুষকে খুন করে তার রক্তপান করার পরেও হাসতে থাকে। ও হচ্ছে তেমনই।”
এর পাল্টা উত্তর দিয়েছে ফারহানার সহযোগী দল। কাশ্মীর থেকে আসার জন্যই কি এমন তকমা দেওয়া হল অভিনেত্রীকে? সেই প্রশ্নও উঠেছে। সমাজমাধ্যমের বিবৃতিতে তাঁরা লিখেছেন, “ফারহানা ভট্ট খুব মার্জিত ভাবে খেলছে এবং মানুষের মন জয় করছে। কিন্তু সম্প্রতি ওকে সন্ত্রাসবাদী বলা হয়েছে, যা আমাদের খুব আঘাত করেছে। ফারহানা সব সময়ই নিজের দেশ নিয়ে খুব গর্বিত।”
শান্তিকর্মী হিসেবে পরিচিত ফারহানা। নিজের রক্ষণশীল পরিবারের বেড়াজাল ভেঙে অভিনয়জগতে এসেছেন তিনি। বিবৃতিতে আরও লেখা হয়েছে, “একটা কথা স্পষ্ট করে দিই। নিজের দেশের জন্য ফারহানা খুবই গর্বিত। প্রতিটি মঞ্চে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছে। একজন দেশপ্রেমী মহিলাকে নিয়ে এই মন্তব্য খুবই অসম্মানজনক। আমরা চাই, ফারহানার সঙ্গে সকলে থাকুন। ও একই সঙ্গে শক্তি, শান্তি ও সাহসের প্রতিনিধিত্ব করতে জানে। এই ঘৃণার বিরুদ্ধে চলুন সকলে এক হই।”
‘বিগ বস্’-এর অন্দরে থাকা ফারহানা ভট্ট অবশ্য এখনও এই মন্তব্য সম্পর্কে অবহিত নন।