Bonny Sengupta

নানা রঙের ভোটগুলি

সবুজ-গেরুয়ায় ভাগ হয়ে যাওয়া পরিবারে ম্যাচ রেফারির ভূমিকায় বনির বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ০৭:১৫
Share:

বনি।

রংবদলের এই বাস্তব সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে! বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি শিবিরে যোগ দিলেন বনি সেনগুপ্ত। তাঁর মা পিয়া সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় মাস কয়েক আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৌশানী।

Advertisement

গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় এক বিজেপি নেতার সঙ্গে বনির ছবি তাঁর গেরুয়া-প্রীতি নিয়ে জল্পনা উস্কে দেয়। অথচ এত দিন তিনি শাসকদলের সমর্থক ছিলেন। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে। ‘‘২০১৪ থেকে তৃণমূলের সমর্থক ছিলাম। কিন্তু ইদানীং মনে হচ্ছে, দলটি একেবারেই অর্গানাইজ়ড নয়। দলে ভিড় বেড়ে গিয়েছে। তাই এই দলে সক্রিয় ভাবে যোগ দিলেও, আমার নতুন কিছু দেওয়ার থাকত না। কিন্তু বিজেপিতে যোগ দিয়ে স্বাধীনতা পাচ্ছি। এখানে আমার ইনপুট দেওয়ার জায়গা রয়েছে,’’ বিজেপিতে যোগদানের কারণ হিসেবে বলেছেন বনি।

বনির দাবি, তাঁর বিজেপিতে যোগদানের কথা মা-বাবা বা কৌশানী কেউ জানতেন না। একই কথা ইম্পার সভাপতি পিয়ারও, ‘‘আমার ছেলে এখন অ্যাডাল্ট। তাঁর নিজস্ব চিন্তাভাবনা আছে। সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম ওর বিজেপিতে যাওয়ার কথা। কাজের সূত্রে শহরের বাইরে আছি। বাড়ি ফিরলে কথা হবে।’’

Advertisement

রাজনৈতিক রং আলাদা হলেও মা বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না বলে মত বনির। যদিও সিনেমায় বনি-কৌশানীর জুটিই তাঁদের ইউএসপি। পিয়ার কথায়, ‘‘আমি তৃণমূল কখনও ছাড়ব না। বনি ওর আদর্শ নিয়ে চলবে, আমি আমার।’’

সবুজ-গেরুয়ায় ভাগ হয়ে যাওয়া পরিবারে ম্যাচ রেফারির ভূমিকায় বনির বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত। তাঁর বক্তব্য, ‘‘আমার শর্ত, যে দলেই যাও না কেন, বাড়িতে রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে না। দু’জনকেই উইশ করেছি। যদি বনিকে প্রার্থী করা হয়, খুশিই হব। একে অন্যের কাজের সমালোচনা করবে। তাতে খারাপ কী!’’

এ দিন অভিনেত্রী রাজশ্রী রাজবংশীও বিজেপিতে যোগ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন