Entertainment News

রাহুলের ‘কলোনি কল্লোলিনী’র উদ্বোধনে হাজির আবির

কলোনি এলাকায় বড় হয়েছেন রাহুল। সেখানকার জীবন তিনি যাপন করেছেন নিবিড় ভাবে। ফলে যে সব অভিজ্ঞতা নিজের হয়েছে, তা নিয়েই কলম ধরেছেন রাহুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৫
Share:

বুধবার রাহুলের বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়।

পেশায় অভিনেতা। নেশায় লেখক। ইদানীং এই দুইয়ের সংমিশ্রণ যিনি খুব সহজে ঘটিয়ে ফেলেছেন তাঁর নাম রাহুল বন্দ্যোপাধ্যায়। প্রথম বই ‘রাহুলের স্ক্র্যাপ বুক’ বেরিয়েছিল তিন বছর আগের বইমেলায়। বুধবার বইমেলায় প্রকাশ পেল দ্বিতীয় বই ‘কলোনি কল্লোলিনী’।

Advertisement

বুধবার রাহুলের বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়। দুই অভিনেতাকে সামনে পেয়ে আপ্লুত সকলে। নতুন বই কিনে লেখকের সই নিয়ে গেলেন বহু পাঠক।

লেখার শুরু কি ছোটবেলায়? প্রশ্ন শুনে হেসে ফেললেন রাহুল। ‘‘বাঙালির গোঁফ গজালেই কবিতা পায়। আমারও পেয়েছিল। তবে কবিতা হল না, গদ্য হল’’ শেয়ার করলেন লেখক-অভিনেতা।

Advertisement

আরও পড়ুন, আর একটু বুদ্ধিমত্তার সঙ্গে সেক্সটাকে ব্যবহার করতে হবে, বলছেন রাহুল

কলোনি এলাকায় বড় হয়েছেন রাহুল। সেখানকার জীবন তিনি যাপন করেছেন নিবিড় ভাবে। ফলে যে সব অভিজ্ঞতা নিজের হয়েছে, তা নিয়েই কলম ধরেছেন রাহুল।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement