Border 2

‘দেশদ্রোহীদের শুভেচ্ছা’! বরুণ ধবনকে নিয়ে ব্যঙ্গ করায় ক্ষোভ উগরে দিলেন ‘বর্ডার ২’-এর প্রযোজক

২৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি। তার আগে আলোচনায় উঠে এসেছে ছবির গান। গানটি প্রশংসিত হলেও বরুণ ধবনের অভিনয় নিয়ে সমালোচনা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৭:০৩
Share:

‘বর্ডার ২’ ছবিতে বরুণ ধবন। ছবি: সংগৃহীত।

‘দেশদ্রোহীরা বরুণ ধবনকে নিয়ে মশকরা করছেন’, এমনই দাবি করলেন ‘বর্ডার ২’ ছবির প্রযোজক নিধি দত্ত। ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি। তার আগে আলোচনায় উঠে এসেছে ছবির গান। গানটি প্রশংসিত হলেও বরুণের অভিনয় নিয়ে সমালোচনা হচ্ছে। তাঁর অভিব্যক্তি নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিংও চলছে। বিষয়টিতে ক্ষোভ উগরে দিয়েছেন ছবির প্রযোজক।

Advertisement

এর মধ্যেই বরুণের এক অনুরাগী দাবি করেন, অভিনেতার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। নেটপ্রভাবী ও কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দেওয়া হচ্ছে বরুণের অভিনয় নিয়ে ব্যঙ্গ করার জন্য, অভিযোগ এমনই। অনুরাগীর বক্তব্য, বরুণ যথেষ্ট ভাল অভিনয় করেছেন। কিন্তু তাঁর চেহারার গড়ন নিয়েও কুমন্তব্য করা হচ্ছে। তাঁর বিশ্বাস ‘বর্ডার ২’ ভাল সাড়া ফেলবে।

এই পোস্টটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে নিধি দত্ত ক্ষোভ উগরে দেন। তাঁর বক্তব্য, “সমস্ত দেশদ্রোহীকে অভিনন্দন। এক অভিনেতা দেশাত্মবোধক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, আর তাঁকে এ ভাবে নীচে নামাচ্ছেন এই দেশদ্রোহীরা।” কিন্তু প্রযোজকের আশা, দর্শক ঠিক বুঝতে পারবেন। তাই তিনি লিখেছেন, “এটা ভারতের ছবি। আশা করছি, দর্শক বুঝতে পারবেন এবং ওই লোকজনের মুখে ঝামা ঘষে দেবেন।”

Advertisement

সম্প্রতি বরুণের একটি পোস্টে এক নেটাগরিক মন্তব্য করেন, “ভাই, আপনার অভিনয় নিয়ে লোকজন প্রশ্ন তুলছেন। আপনি এই নিয়ে কী বলবেন?” এর উত্তরে বরুণও খোঁচা দিয়ে লেখেন, “এই প্রশ্ন উঠেছে বলেই গানটা সফল হয়ে গেল। লোকজন উপভোগও করছেন। সবই ঈশ্বরের ইচ্ছা।”

ছবিতে বরুণ ছাড়াও অভিনয় করেছেন অহান শেট্টী, দিলজিৎ দোসাঞ্জ, সানি দেওল, মোনা সিংহ, অন্যা সিংহ, সোনম বাজওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement