Entertainment News

‘অ্যায় দিল’ বনাম ‘শিবায়’। বক্স অফিসে কে করল বাজিমাত?

শাহরুখের অনুরোধ না শুনে বেশ পস্তাতে হয়েছিল তাঁকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল অজয়ের ফিল্ম ‘সন অফ সর্দার’। এ বারও তার অন্যথা হয়নি। তাঁর একটি ছবির মুক্তি পিছনোর বার্তা গিয়েছে পরিচালক কর্ণের তরফ থেকে। কিন্তু অজয়ের কাছে বোধ হয় সেটা ছিল ‘ওয়ার্নিং’। তাই শুনলেন না, পিছোলেন না তাঁর ‘শিবায়’-এর মুক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ১০:১১
Share:

শাহরুখের অনুরোধ না শুনে বেশ পস্তাতে হয়েছিল তাঁকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল অজয়ের ফিল্ম ‘সন অফ সর্দার’। এ বারও তার অন্যথা হয়নি। তাঁর একটি ছবির মুক্তি পিছনোর বার্তা গিয়েছে পরিচালক কর্ণের তরফ থেকে। কিন্তু অজয়ের কাছে বোধ হয় সেটা ছিল ‘ওয়ার্নিং’। তাই শুনলেন না, পিছোলেন না তাঁর ‘শিবায়’-এর মুক্তি।

Advertisement

ঠিক এ রকমই নজির সামনে এসেছিল বছর খানেক আগে অজয়ের ‘সন অফ সর্দার’ এবং শাহরুখের ‘যব তক হ্যায় জান’-এর ক্ষেত্রে। তখনও নাছোড়বান্দা ছিলেন ‘সিঙ্ঘম’ অজয়। তাই যা হওয়ার তাই হয়েছিল। শাহরুখের সামনে টিকতেই পারেনি তাঁর ছবি। খান জিতে গিয়েছিলেন দৌড়ে। এমনিতেই দীপাবলিতে সিনেমা নিয়ে উন্মাদনা থাকে নির্মাতা আর সিনেপ্রেমীদের। এ বারেও অন্যথা হয়নি । কর্ণ ব্যানারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিলে’র সঙ্গে টক্করে অজয়ের ‘শিবায়’। দুটোই বেশ বড় বাজেটের সিনেমা। সম্প্রতি মুক্তি পেয়েছে দু’টি ছবিই।

প্রথম দিনের পর কে কোথায় দাঁড়িয়ে? কত টাকাই বা ঘরে এল?

Advertisement

হিসেব বলছে, প্রথম দিনের ব্যবসার ‘শিবায়’ ঘরে তুলতে পেরেছে ১০.৩৪ কোটি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর আয় হয়েছে ১৩.৩০ কোটি। তবে শেষ পাতে বাজি মাত করার ঘটনা বক্স-অফিসে নতুন নয়। ‘বাজিরাও মস্তানি’ ও ‘দিলওয়ালে’র যুদ্ধও অনেকটা এরকমই ছিল। লড়াই ছিল সেয়ানে সেয়ানে। শেষে কিস্তি মাত দেয় কিন্তু ‘বাজিরাও’। তাই এখনই ফলাফলের সময় নয় কারণ ‘পিকচার অভি বাকী হ্যায় মেরে দোস্ত’।

আরও পড়ুন:

‘চুমু’ বিতর্কে মুখ খুলে বিস্ফোরক ঐশ্বর্যা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement