Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan: করিনাকে বয়কটের ডাক টুইটারে, অভিনেত্রীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ

বলিউডের প্রথম সারির অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিতে টুইটারে #বয়কটকরিনাখান ট্রেন্ড শুরু হয়েছে। করিনার বিরোধিতা করতে টেনে আনা হয়েছে স্বামী সইফের প্রসঙ্গও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৮:২০
Share:

করিনা কপূর খান।

বড় পর্দায় আসতে চলেছে ‘রামায়ণ’। সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল করিনা কপূর খানকে। বলিউডের গুঞ্জন, সেই ছবিতে কাজ করার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন অভিনেত্রী। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই করিনার উপর চটে যান নেটাগরিকদের একাংশ। এ রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও এত মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করাকে ‘অমানবিক’ আচরণ হিসেবে দেখছেন অনেকেই। কেউ আবার বলছেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন করিনা।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিতে টুইটারে #বয়কটকরিনাখান ট্রেন্ড শুরু হয়েছে। করিনার বিরোধিতা করতে টেনে আনা হয়েছে স্বামী সইফ আলি খানের প্রসঙ্গও। অনেকের বক্তব্য, ‘তাণ্ডব’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন সইফ। এ বার সেই পথে হাঁটছেন করিনাও। একজন নেটাগরিক লিখেছেন, ‘যে অভিনেত্রী হিন্দু দেবদেবীদের সম্মান করতে পারেন না, তিনি সীতার চরিত্রে অভিনয় করতে পারেন না।’ অন্য জনের কটূক্তি, ‘ভারতীয় নাগরিক হিসেবে এমন একজন অভিনেত্রীকে সীতার চরিত্রে মেনে নেব না, যাঁর হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস নেই। বলিউডের মাফিয়ারা হিন্দু ধর্মকে খারাপ ভাবে দেখাচ্ছে। যে শিল্পীরা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন, তাঁদের বয়কট করা উচিত।’

Advertisement

এ রকম আরও অনেক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে টুইটারের দেওয়াল। করিনা যদিও সীতার চরিত্রে অভিনয় করার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন