Entertainment News

মেরি কমের পর ফের বায়োপিক করছেন প্রিয়ঙ্কা!

ফার্স্টপোস্টের খবর অনুযায়ী, এই ছবির কাহিনি তৈরি হবে শাহনাজের মেয়ে নিলোফার করিমভয়ের লেখা তাঁর মায়ের আত্মজীবনীকে অবলম্বন করে। ‘ফ্লেম: দ্য ইন্সপায়ারিং লাইফ অব মাই মাদার’ বইটি থেকেই ছবির চিত্রনাট্য তৈরি হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৭ ১৭:১৯
Share:

এ বার আরেকটি বায়োপিকে অভিনয় করবেন প্রিয়ঙ্কা! ছবি: সংগৃহীত।

বক্সার মেরি কমের বায়োপিকে অভিনয় করে নজর কেড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডের সেরা বায়োপিকগুলির মধ্যে প্রথম সারিতেই স্থান পেয়েছিল ‘মেরি কম’। এ বার ফের আর একটি বায়োপিকে অভিনয় করতে চলেছেন ‘দেশি গার্ল’।

Advertisement

আরও পড়ুন, বিদেশি সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা

আরও পড়ুন, গাড়ি দুর্ঘটনার কবলে বিদ্যা বালন

Advertisement

বলিউডে গুঞ্জন, বিখ্যাত বিউটিসিয়ান শাহনাজ হুসেন-এর বায়োপিকে নাকি অভিনয় করবেন প্রিয়ঙ্কা চোপড়া। গ্ল্যামার জগতের প্রবীণ সম্রাজ্ঞী শাহনাজ হুসেনের বায়োপিক নির্মাণের কাজ করতে চান ছবি নির্মাতা পূজা বেদী।

শাহনাজ হুসেন। ছবি— সংগৃহীত।

ফার্স্টপোস্টের খবর অনুযায়ী, এই ছবির কাহিনি তৈরি হবে শাহনাজের মেয়ে নিলোফার করিমভয়ের লেখা তাঁর মায়ের আত্মজীবনীকে অবলম্বন করে। ‘ফ্লেম: দ্য ইন্সপায়ারিং লাইফ অব মাই মাদার’ বইটি থেকেই ছবির চিত্রনাট্য তৈরি হবে।

বলিউড সূত্রে খবর, আমিরের ‘রং দে বাসন্তী’ ছবির চিত্রনাট্যকার কমলেশ পাণ্ডে এই নতুন ছবির গল্প লেখা শুরু করে দিয়েছেন।

শাহনাজ হুসেনের চরিত্রের জন্য বলিউডের চার অন্যতম সেরা অভিনেত্রীকে ভেবেছিলেন পরিচালক। তালিকায় ছিল করিনা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, বিদ্যা বালন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের নামও। তবে হুসেনের ইচ্ছে অনুযায়ী প্রিয়ঙ্কা চোপড়াকেই এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। যদিও প্রিয়ঙ্কা এখনও এই ছবি নিয়ে কোনও কিছু জানাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement