Entertainment News

জুটি বাঁধছেন শাহরুখ ও রাজকুমার হিরানি?

রাজকুমার অবশ্য এই মুহূর্তে সঞ্জয় দত্তের বায়োপিক তৈরিতে ব্যস্ত। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর। এই বায়োপিক শেষ হওয়ার পরই নাকি শাহরুখের সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ১৭:১৮
Share:

এ বার কি এক সঙ্গে কাজ করবেন?

বলিউডে সুপারহিট ছবির অন্যতম রূপকার। পরিচালক রাজকুমার হিরানির হাতেই তৈরি হয়েছে ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লগে রাহো মুন্নাভাই’-এর মতো ছবি। ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা, এ বার নাকি শাহরুখের সঙ্গে কাজ করতে চান রাজকুমার।

Advertisement

আরও পড়ুন, সোহা ও কুণাল মেয়ের কী নাম রেখেছে জানেন?

আরও পড়ুন, ফের যমজ সন্তান সেলিনার, বাঁচানো গেল না এক জনকে

Advertisement

‘শালা খরুস’ ছবির প্রচারের সময় নাকি পরিচালক বলিউড বাদশার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও সে ভাবে কোনও মন্তব্য করতে চাননি রাজকুমার। সূত্রের খবর, শাহরুখের সঙ্গে কাজ নিয়ে ইতিমধ্যেই নাকি কথাবার্তাও শুরু করতে চলেছেন মুন্নাভাই-এর পরিচালক।

রাজকুমার অবশ্য এই মুহূর্তে সঞ্জয় দত্তের বায়োপিক তৈরিতে ব্যস্ত। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর। এই বায়োপিক শেষ হওয়ার পরই নাকি শাহরুখের সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন তিনি।

এর আগে অবশ্য দু’বার শাহরুখের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন রাজকুমার। ‘থ্রি ইডিয়টস’ এবং ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে কাজ করার কথা ছিল কিঙ্গ খানের। যদিও সে স্বপ্ন সত্যি হয়নি শাহরুখের ফ্যানেদের।

শাহরুখও ইদানীং পরিচালক আনন্দ এল রাই-এর আসন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তবে এই ছবির পরই নাকি রাজকুমারের সঙ্গে কাজ করবেন শাহরুখ।

যদিও পরিচালক ও নায়ক কেউই সরাসরি এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement