shah rukh khan

শাহরুখের মধ্যরাতের বন্ধু কে জানেন? নাম শুনলে আপনিও চমকে যাবেন

শাহরুখ জানিয়েছেন, রাত ৩টে হোক কিংবা ৪টে, বিপদের পড়লে কিংবা মন খারাপ হলে তিনি মুখ্যমন্ত্রীকেই ফোন করেন। মহারাষ্ট্র সরকার আয়োজিত মুম্বই ২.০ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ১০:৩৮
Share:

ছবি: শাহরুখ খান। ফাইল ছবি

সলমন নয়, আমির নয়, এমনকি গৌরী খানও নয়। শাহরুখ খানের মধ্যরাতের বন্ধু কে জানেন?

Advertisement

বিপদের সময় রাত-বিরেতে কার দ্বারস্থ হন কিং খান? নাম জানালেন খোদ শাহরুখ। তাঁর মধ্যরাতের বন্ধু নাকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

শাহরুখ জানিয়েছেন, রাত ৩টে হোক কিংবা ৪টে, বিপদের পড়লে কিংবা মন খারাপ হলে তিনি মুখ্যমন্ত্রীকেই ফোন করেন। মহারাষ্ট্র সরকার আয়োজিত মুম্বই ২.০ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: বিয়ে করছেন কপিল শর্মা-গিন্নি ছত্রথ, দেখে নিন ব্যাঙ্গল সেরেমনির কিছু ঝলক​

তিনি বলেছেন, “আমার যখন সময় ভাল যায়, তখন সি এম সাহেবকে ফোন করি না। মেসেজ করি না। শুধুমাত্র সমস্যায় পড়লে ওঁকে মনে করি। আমি মনে করি ভোর রাত পর্যন্ত আমি যেমন জেগে থাকি, উনিও সম্ভবত জেগে থাকবেন। সেই ভাবনা থেকেই ওঁকে রাত ৩টে কিংবা ৪টে নাগাদ মেসেজ করলেই জবাব পাই।” এমনকি সে সময় ফোন করলেও উনি জবাব দেন, দাবি শাহরুখের।

শাহরুখ খান ও দেবেন্দ্র ফড়নবীশ।

তাঁর মতে, “যাঁরা কাজ পাগল, তাঁদের কোনও সময়ের জ্ঞান থাকে না। আমি যেমন ভোর রাত অবধি কাজ করি, সি এম সাহেবও তাই করেন। ঠিক এ কারণেই ওই সময় ফোন বা মেসেজ করলে ফড়নবীশ সাহেবকে পাওয়া যায়।”

আরও পড়ুন: ইনিই কি মুকেশ অম্বানীর ছোট পুত্রবধূ হচ্ছেন?​

অনুষ্ঠানে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৫০ জন প্যারা অ্যাথলিটকে হুইলচেয়ার উপহার দেন শাহরুখ। এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করা প্রতিযোগীদের হুইলচেয়ার প্রদানের পাশাপাশি তাঁদের শুভেচ্ছা বার্তাও পাঠান শাহরুখ খান।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন