Entertainment News

বিরুষ্কার সম্পত্তির পরিমাণ জানেন?

দু’জনেই নিজের নিজের পেশায় চূড়ান্ত সফল। সেই সাফল্যের আর্থিক মাপকাঠি জানলে অবাক হতে পারেন। অর্থাত্ বিরুষ্কার মিলিত সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ১২:২৫
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

একজন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। মাঠে দাপিয়ে বেড়ান। আর একজন জুড়ে থাকেন সিলভার স্ক্রিন। নিত্যনতুন চরিত্র নিয়ে পরীক্ষা করেন। তাঁরা হলেন এই মুহূর্তে ক্রিকেট এবং বিনোদন দুনিয়ায় সবচেয়ে আলোচিত দম্পতি। বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা

Advertisement

দু’জনেই নিজের নিজের পেশায় চূড়ান্ত সফল। সেই সাফল্যের আর্থিক মাপকাঠি জানলে অবাক হতে পারেন। অর্থাত্ বিরুষ্কার মিলিত সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে।

বেসরকারি সূত্রে খবর, আগামী দু’বছরের মধ্যে বিরুষ্কার সম্পত্তির পরিমাণ হতে চলেছে এক হাজার কোটি টাকা। যদিও এ নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি দম্পতি।

Advertisement

আরও পড়ুন, ফের সাফল্য ‘ফাগুন বউ’র, জানালেন বিক্রম

বিরাট এখনও পর্যন্ত শুধু ক্রিকেটেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু অনুষ্কা অভিনয়ের পাশাপাশি খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা। বেশ কিছু ছবির প্রযোজক তিনি। সব মিলিয়ে তাঁর ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেই মনে করেন বলি মহলের একাংশ। তাই দু’জনের মিলিত সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা বা তার বেশিই হতে পারে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির সদস্যরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement