Entertainment News

এই খুদে এখন বলি নায়িকা, চিনতে পারছেন?

না! সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া ‘টেন ইয়ারস চ্যালেঞ্জ’-এর জের নয়। ১০ বছরেরও আগের এই ছবি শেয়ার করেছেন নায়িকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৭:৪৭
Share:

গেস করতে পারছেন, ইনি কে?

হাতে একটা ছোট্ট ব্যাগ। শক্ত করে ধরে সোজা তাকিয়ে আছে ক্যামেরার দিকে। হাসিটা ধরে রেখেছে ঠিক। এই ছবির শিশু এখন বলি নায়িকা। চিনতে পারছেন?

Advertisement

না! সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া ‘টেন ইয়ারস চ্যালেঞ্জ’-এর জের নয়। ১০ বছরেরও আগের এই ছবি শেয়ার করেছেন নায়িকা। ক্যাপশনে লেখা, ‘ব্যাক টু স্কুল’। কে ইনি?

সদ্য বিয়ে করেছেন এই নায়িকা। পাত্রের নাম রণবীর সিংহ। এ বার আর বুঝতে কোনও সমস্যা হওয়ার কথাই নয়। এই খুদে আসলে দীপিকা পাড়ুকোন। ছোটবেলার এই ছবিটি শেয়ার করেছেন নায়িকা স্বয়ং।

Advertisement


দীপিকা এখন যেমন।

বিয়ের পর অনেক বেছে কাজ করছেন দীপিকা। এই মুহূর্তে তিনি মেঘনা গুলজার পরিচালিত ‘ছপক’ ছবিটি নিয়ে ব্যস্ত। অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী অগ্রবালের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। সম্ভবত তার শুটিং থেকেই এই ছবিটি শেয়ার করেছিলেন দীপিকা। কারণ হ্যাশট্যাগে রয়েছে ছবিটির নাম।

আরও পড়ুন, বিচ্ছেদ হয়ে গেল কৃষ্ণা ভিরাজ আর টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement