Entertainment News

সান্তার পোশাক পরা এই শিশুটির আসল পরিচয় জানেন?

আপাতত এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ ছবিটি শেয়ার করেছেন পরিচালক কর্ণ জোহর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ১৪:০৭
Share:

গেস করুন তো, এই শিশুটি কে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বড়দিন। ‘বড়’ সেলিব্রেশন তো হবেই। ক্রিসমাসের সাজে এই শিশুও। এঁকে আপনি চেনেন?

Advertisement

আপাতত এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ ছবিটি শেয়ার করেছেন পরিচালক কর্ণ জোহর।

ঠিকই ধরেছেন। এই শিশুটি কর্ণের ছেলে যশ। সঙ্গে মেয়ে রুহির ছবিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘মেরি ক্রিসমাস ফ্রম মি অ্যান্ড মাইন।’

Advertisement

আরও পড়ুন, ‘আমাজন’ নিয়ে জেনারেল নলেজ টেস্ট দিলেন দেব, দেখুন রেজাল্ট

চলতি বছরেই সারোগেসির মাধ্যমে যশ ও রুহি— দুই যমজ সন্তানের বাবা হয়েছেন কর্ণ। বলি টাউনে এই দুই সেলেব কিড যথেষ্ট জনপ্রিয়। রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনে তৈমুরের সঙ্গে খেলতে দেখা গিয়েছিল যশ-রুহিকে। এ বার তারা ক্রিসমাসের সাজে।

আরও পড়ুন, কাঞ্চন মল্লিকের সঙ্গে ঋতুপর্ণার বিয়ে! কোথায় জানেন?

এ ছাড়াও শাহরুখ খান, সোনাক্ষী সিন্‌হা, মালাইকা আরোরা খান, আলিয়া ভট্টের মতো তারকারাও ক্রিসমাস সেলিব্রেট করছেন। পার্টি, আউটিং-এ মেতে রয়েছেন বলি সেলেবরা।

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন !!!!❤️❤️❤️❤️❤️

!!!!❤️❤️❤️❤️❤️

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন !!!!❤️❤️❤️❤️❤️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement