Hollywood

‘বেবিজ ডে আউট’-এর সেই বাচ্চাটাকে এখন কেমন দেখতে জানেন!

হলিউডের এই ছবিটির সঙ্গে অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। তাই আজও হঠাত্ সার্ফিংয়ে টেলিভিশনের কোনও চ্যানেলে ছবিটি দেখতে পেলে কাজ ফেলে বসে যাই অনেকেই। ছবিটা দেখতে দেখতে নিজের অজান্তেই একেবারে বাচ্চার মতোই হেসে উঠি আমরা। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটির নাম ‘বেবিজ ডে আউট’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ১১:২২
Share:

হলিউডের এই ছবিটির সঙ্গে অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। তাই আজও হঠাত্ সার্ফিংয়ে টেলিভিশনের কোনও চ্যানেলে ছবিটি দেখতে পেলে কাজ ফেলে বসে যাই অনেকেই। ছবিটা দেখতে দেখতে নিজের অজান্তেই একেবারে বাচ্চার মতোই হেসে উঠি আমরা। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটির নাম ‘বেবিজ ডে আউট’। ওই সময় আট থেকে আশি— সকলেরই মন জয় করে নিয়েছিল এই হলিউড ফিল্ম। এবং অবশ্যই তাঁর ২ বছর বয়সী নায়ক। সে সময় যাঁরা শিশু তাঁরা আজ সময়ের নিয়মে যুবক-যুবতী। আর সেই একই নিয়মে ছবির নায়করাও আজ যুবক। তাঁদের বয়স এখন প্রায় ২৪। অবাক হলেন! ভাবছেন কেন বললাম ‘ছবির নায়করা’!
আসলে ‘বেবিজ ডে আউট’-এ একটি বাচ্চার কিডন্যাপের ঘটনা দেখানো হলেও ওই বেবি বিঙ্কের ভূমিকায় অভিনয় করেন দুই যমজ শিশু। একজনের নাম অ্যাডম রবার্ট ওয়ার্টন এবং অন্য জনের নাম জ্যাকব জোসেফ ওয়ার্টন।
এ বার দেখে নেওয়া যাক এখন কেমন দেখতে ‘বেবিজ ডে আউট’-এর নায়ক বেবি বিঙ্কের ভূমিকায় অভিনয় করা দুই যমজ শিশুকে।

Advertisement

বেবি বিঙ্কের ভূমিকায় অভিনয় করেন এই দুই যমজ ভাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement