Entertainment News

ছবিতে রয়েছেন এক বিখ্যাত নায়িকা, কে বলুন তো?

কিছুটা ঝাপসা ছবি। অস্পষ্ট সময়ের কারণে। ক্যামেরার দিকে সোজা তাকিয়ে এক কিশোরী। তার গালে চুমু দিচ্ছেন একটি মেয়ে। ছবির কিশোরী এক বিখ্যাত নায়িকা। বলুন তো ইনি কে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ১৭:০৫
Share:

এই ছবিটি শেয়ার করেছেন খোদ নায়িকা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

কিছুটা ঝাপসা ছবি। অস্পষ্ট সময়ের কারণে। ক্যামেরার দিকে সোজা তাকিয়ে এক কিশোরী। তার গালে চুমু দিচ্ছেন একটি মেয়ে। ছবির কিশোরী এক বিখ্যাত নায়িকা। বলুন তো ইনি কে?

Advertisement

আপনাকে ক্লু দেওয়া যেতে পারে। বি-টাউনই তাঁর মূল কাজের ক্ষেত্র। তবে কাজ করেছেন বাংলা ছবিতেও। আদতে প্রবাসী বাঙালি এই নায়িকা আজ শনিবার পা দিলেন ৩৮ বছরে। কয়েক মাস আগে বিয়েও করেছেন। সব মিলিয়ে সেলিব্রেশনের মুডে থাকা নায়িকা একদিন আগে নিজের কিশোরীবেলার ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

আরও পড়ুন, প্রত্যুষার জন্য কী স্পেশাল মেসেজ শেয়ার করলেন কাম্যা?

Advertisement

ঠিক ধরেছেন। ইনি বিপাশা বসু। বিয়ের পর এটা প্রথম জন্মদিন। তাই স্বামী কর্ণ সিংহ গ্রোভারের কাছ থেকে কিছু স্পেশাল গিফট তো পাবেনই। সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ারও করছেন সেলিব্রেশনের ছবি। তার মধ্যেই যেন ফিরে দেখা এক টুকরো মেয়েবেলা।

কর্ণ ও বিপাশা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement