Entertainment News

এই শিশুটির আসল পরিচয় জানেন?

গত সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শাহিদ-মীরা। মিশার পাশাপাশি ছেলে জাইনকে এখন অনেকটা সময় দেন মীরা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৩:৪০
Share:

কে এই শিশু? ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

মুখে আঙুল। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে তাকিয়ে রয়েছে সে। এই শিশুটি তারকা সন্তান। চেনেন?

Advertisement

শিশুটি হল মিশা। শাহিদ কপূর এবং মীরা রাজপুতের কন্যা। আসন্ন ছবি ‘কবীর সিংহ’ নিয়ে কাজে ব্যস্ত শাহিদ। এর মধ্যে মিশাকে নিয়ে সময় কাটাচ্ছেন মীরা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মেয়ের ছবি শেয়ার করেছেন তিনি।

মিশার এই ছবিটি শেয়ার করে মীরা লিখেছেন, ‘আমার বড় ছোট্ট মেয়ে। … কী করে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি।… ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন।’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

গত সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শাহিদ-মীরা। মিশার পাশাপাশি ছেলে জাইনকে এখন অনেকটা সময় দেন মীরা। এক সময় শোনা গিয়েছিল, সিনে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে পারেন মীরা। তবে আপাতত সন্তান এবং সংসার তাঁর প্রায়োরিটি। সে সব সামলে কয়েক বছর পর অভিনয়ের কেরিয়ার শুরু করতে পারেন মীরা।

আরও পড়ুন, মানুষীর সঙ্গে রণবীরের রোম্যান্স! আসল সত্যিটা কী?

Small wonder ✨

A post shared by Mira Rajput Kapoor (@mira.kapoor) on

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement