Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০১ ডিসেম্বর ২০২১ ই-পেপার

মানুষীর সঙ্গে রণবীরের রোম্যান্স! আসল সত্যিটা কী?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৮ এপ্রিল ২০১৯ ১৩:২৬
রণবীর এবং মানুষী।

রণবীর এবং মানুষী।

এই তো কিছুদিন হল দীপিকা পাড়ুকোনকে বিয়ে করলেন রণবীর সিংহ। নতুন বউয়ের প্রেমে মজে ছিলেন। কিন্তু ভোলবদল হল নাকি? মানুষী চিল্লারকে নাকি মনে ধরেছে তাঁর? মানুষীর সঙ্গে এ বার নাকি রোম্যান্সও করবেন রণবীর?

তেমনই তো খবর। বলি মহলে শোনা যাচ্ছে, মানুষীর সঙ্গেই নাকি রোম্যান্স করবেন রণবীর।

না! এ খবরে কোনও গসিপ নেই। কারণ এ রোম্যান্স নিতান্তই অনস্ক্রিনের।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের পরবর্তী ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বাঁধবেন রণবীর সিংহ। মণীশ শর্মা সামলাবেন সে ছবির পরিচালকের দায়িত্ব। রণবীরের ডেবিউ ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এরও পরিচালক ছিলেন মণীশ।

আরও পড়ুন, মা হলেন পায়েল, ছেলের নাম ‘মেরাখ’ রাখলেন কেন?

বলি সূত্রে খবর, রোহিত শেট্টি প্রযোজিত ফারহা খান পরিচালিত ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করবেন মানুষী। আপাতত সে ছবির কাজ নিয়েই ব্যস্ত তিনি। অন্য দিকে ধর্মশালায় ‘৮৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত রণবীর। এই দুটো ছবি শেষ হলেই যশ রাজ ফিল্মসের ছবি শুরু করতে পারেন নতুন জুটি।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আরও পড়ুন

Advertisement